• পাক বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ বৃদ্ধি
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি:   পাকিস্তানি বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল নয়াদিল্লি। জানানো হয়েছে, ২৪ অক্টোবর পর্যন্ত এদেশের আকাশে পাকিস্তানের সামরিক-অসামরিক কোনও বিমানই চলাচল করতে দেওয়া হবে না। একইভাবে ২৪ অক্টোবর পর্যন্ত ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা করেছে পাকিস্তান।  ইতিমধ্যেই দুই দেশের পক্ষ থেকেই এই মর্মে নোটাম (নোটিশ টু এয়ারমেন) জারি করা হয়েছে। নয়াদিল্লির পক্ষ থেকে জারি করা নোটিশে বলা হয়েছে, ‘২৪ অক্টোবর  সকাল ৫টা ৩০ মিনিট  পর্যন্ত ভারতের আকাশসীমায়  সামরিক বা অসামরিক- কোনও পাকিস্তানি বিমান প্রবেশ করতে পারবে না।’ প্রসঙ্গত, ২২ এপ্রিল বৈসারণ উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় ৩০ এপ্রিল থেকে পাকিস্তানের বিমানগুলির জন্য আকাশসীমা বন্ধ করে দেয় নয়াদিল্লি।  পাল্টা একই ব্যবস্থা গ্রহণের ঘোষণা করেছিল পাকিস্তানও। 
  • Link to this news (বর্তমান)