রাঁচি ও ভুবনেশ্বর: রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। এরইমাঝে মঙ্গলবার ঝাড়খণ্ডের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। পূর্ব ও পশ্চিম সিংভূম, সরাইকেলা -খারসওয়ান সহ একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। রাঁচি, বোকারো, গুমলা, ধানবাদ, রামগড়েও জারি হয়েছে হলুদ সতর্কতা। এপর্যন্ত সর্বাধিক বৃষ্টি হয়েছে পূর্ব সিংভূম জেলায়। পুজোর মাত্র কয়েকদিন বাকি। এরইমাঝে বৃষ্টির জেরে রাঁচির একাধিক দুর্গাপুজোর উদ্যোক্তাদের মাথায় হাত।
আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে পূর্ব-মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ দানা বাঁধছে। আর জোড়া নিম্মচাপের জেরেই আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ওড়িশার নানা প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কোরাপুট, সম্বলপুর, টিটলাগড়, ভদ্রক সহ একাধিক এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চল। গত চারদিনে বৃষ্টিতে আটজনের মৃত্যু হয়েছে। একাধিক এলাকায় বাড়িঘর, চাষের জমি সবই জলের তলায়। মঙ্গলবার মহারাষ্ট্রে উপমুখমন্ত্রী একনাথ সিন্ধে জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। দ্রুত যাবতীয় ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। কৃষকদের পরিবারের পাশে রয়েছে মহারাষ্ট্র সরকার।