নয়াদিল্লি: উমর খালিদ সহ অন্যান্যদের জামিন মামলায় দিল্লি পুলিশকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। এই জামিন আর্জি নিয়ে পুলিসের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালত। উল্লেখ্য, ২০২০ সালে দিল্লিতে সিএএ এবং এনআরসি বিরোধী বিক্ষোভ ঘিরে গোষ্ঠী সংঘর্ষ মামলায় উমর খালিদ, শারজিল ইমাম, গুলফিসা ফাতিমা এবং মেরান হায়দারকে ইউএপিএ-তে ধারায় গ্রেপ্তার করা হয়। দীর্ঘ পাঁচ বছর ধরে জেলেই বন্দি রয়েছেন তাঁরা। গত ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট খালিদ, ইমাম সহ ন’জনের জামিনের আবেদন বাতিল করে দেয়। বিচারপতি জানান, নাগরিক আন্দোলনের আড়ালে হিংসার যড়যন্ত্র কখনই মেনে নেওয়া যায় না। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্তরা। প্রথমে এই মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি মনমোহনের বেঞ্চ। সোমবার পরবর্তী শুনানি ছিল। তবে এদিন বিচারপতি মনমোহনের বদলে বেঞ্চে ছিলেন বিচারপতি এন ভি আনজারিয়া। দিল্লি পুলিশের কাছে জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। এদিন শীর্ষ আদালতে খালিদদের অন্তর্বর্তী জামিনের আবেদন জানান তাঁদের আইনজীবী অভিষেক সিংভি। তিনি বলেন, আবেদনকারীরা প্রত্যেকেই পড়ুয়া এবং তাঁরা পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্দি। মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর।