৬৫০ কোটির সচিবালয়ে বাস্তুদোষ, অফিসেই যাচ্ছেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী!
বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
হায়দরাবাদ: সাততলা ভবনটি তৈরি হয়েছিল ৬৫০ কোটি টাকা খরচ করে। হবে না কেন, রাজ্যের সচিবালয় বলে কথা! কিন্তু সেই মহার্ঘ ভবনে কোনও কাজ হচ্ছে না। ফাঁকা পড়ে রয়েছে সমস্ত অফিস। এমনকী, স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত যাচ্ছেন না সেখানে। কেন? মুখ্যমন্ত্রীর দপ্তরে নাকি ‘বাস্তদোষ’ রয়েছে। অগত্যা তাঁকে রাজ্যভার সামলাতে হচ্ছে পুলিশ কমান্ড সেন্টার থেকে। এমনই ‘আজব’ ঘটনা কংগ্রেস শাসিত তেলেঙ্গানায়!
মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ঘনিষ্ঠ এক আধিকারিক জানিয়েছেন, নতুন ভবনটি বিশাল ও অত্যাধুনিক। তবে বাস্তুগত বেশ কিছু সমস্যা রয়েছে সেখানে। সেই কারণে হায়দরাবাদের সচিবালয়ের দপ্তরে বসতে পারছেন না মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আপাতত কমান্ড সেন্টার থেকেই চলছে কাজ। বিশেষ কোনও বৈঠক বা অতিথিদের সঙ্গে দেখা করার প্রয়োজন হলে মাঝে মাঝে নতুন সচিবালয়ে যাচ্ছেন তিনি। আসলে বর্তমান সচিবালয়টি আসলে তৈরি হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) আমলে। তিনিও বাস্তুদোষের কারণে সচিবালয় পরিবর্তন করেছিলেন। কেসিআর মনে করতেন, পুরনো সচিবালয়ে বাস্তুদোষ রয়েছে। তাই সেটি ভেঙে নতুন ভবন নির্মাণ করেছিলেন। ২০২৩ সালের এপ্রিল মাসে উদ্বোধন করা হয় সেই ভবনটি। যদিও সে বছরই ডিসেম্বরে বিধানসভা নির্বাচনে হেরে যান তিনি। মুখ্যমন্ত্রী হন রেবন্ত। এখন তিনিও বাস্তুদোষেই সচিবালয়ে বসতে পারছেন না।