• ৫ বছরের কম বয়সি শিশুদের বার্থ বুকিংয়ে রেলের আয় বৃদ্ধি ৬ কোটি
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: পাঁচ বছরের কম বয়সি শিশুদের আসন সংরক্ষণ থেকে আয় বেড়েছে রেলের। মাত্র এক বছরের ব্যবধানে এই খাতে ছ’কোটি টাকারও বেশি আয় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পাঁচ থেকে ১২ বছর বয়সি শিশুদের আসন বা বার্থ বুকিংয়ে এক বছরে রেলের তহবিলে আয় বৃদ্ধি পেয়েছে ১১৩ কোটি টাকারও বেশি। অনূর্ধ্ব পাঁচ শিশুদের টিকিটে এক বছরেই রেলের তহবিলে এসেছে প্রায় ৪০ কোটি টাকা। 

    প্রসঙ্গত, রেলে অনূর্ধ্ব পাঁচ শিশুদের কোনও ভাড়া দিতে হয় না। কিন্তু কোনও শিশুর অভিভাবক যদি পৃথক আসন/বার্থ বুকিং করেন, তাহলে পুরো ভাড়া দিয়েই টিকিট কাটতে হয়। একইভাবে ৫ থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের ভাড়া অর্ধেক। কিন্তু এই ভাড়ায় তাদের জন্য কোনও বার্থ দেওয়া হয় না। তা বুকিং করতে হলে এক্ষেত্রেও পুরো ভাড়াই দিতে হয়।

    সাম্প্রতিক একটি আরটিআইয়ের জবাব থেকে দেখা যাচ্ছে, পাঁচ বছরের কম বয়সি শিশুদের আসন সংরক্ষণ থেকে ২০২৩-২৪ আর্থিক বছরে রেলের আয় হয়েছে ৩২ কোটি ২৩ লক্ষ ৭৩ হাজার ৪৭৯ টাকা। ২০২৪-২৫ আর্থিক বছরে তা বেড়ে হয়েছে ৩৮ কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার ৩৩ টাকা। অর্থাৎ, এক বছরের আয় বৃদ্ধি হয়েছে মোট ৬ কোটি ২১ লক্ষ ৭১ হাজার ৫৫৪ টাকা। অন্যদিকে, ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের আসন/বার্থ বিক্রি করে রেলের আয় হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ২০২৩-২৪ আর্থিক বছরে ১ কোটি ৮২ লক্ষ ৬২ হাজার ৫৩৩ জন পাঁচ থেকে ১২ বছর বয়সি শিশুদের জন্য আসন বুকিং হয়েছিল। ওই অর্থবর্ষে এই খাতে রেলের আয়ের পরিমাণ ১ হাজার ২৭০ কোটি ৯৭ লক্ষ ৪৯ হাজার ৮৪৩ টাকা। ২০২৪-২৫ আর্থিক বছরে এই শিশুযাত্রীদের সংখ্যা ছিল ১ কোটি ৯১ লক্ষ ৭০ হাজার ১১ জন। এর থেকে রেল আয় করেছে মোট ১ হাজার ৩৮৪ কোটি ৭৪ লক্ষ ৪০ হাজার ৩৪৪ টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেলের এই খাতে আয় বৃদ্ধির পরিমাণ ১১৩ কোটি টাকারও বেশি। পাঁচ থেকে ১২ বছর বয়সি শিশুদের নিয়মমতো অর্ধেক ভাড়ার টিকিট থেকে রেলের আয় এক বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে দু’কোটি টাকারও বেশি। 
  • Link to this news (বর্তমান)