নয়াদিল্লি: রাজনীতিতে পদবির জোর মেনে নেবে না ‘জেন-জি’। দক্ষিণ-এশিয়ার দেশগুলিতে চলা আন্দোলনকে সামনে রেখে এমন মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তবে এর মধ্যে দলীয় অন্তর্দ্বন্দ্বের গন্ধ পেয়েছে বিজেপি। মণীশের এই মন্তব্য নাকি রাহুল গান্ধীকে উদ্দেশ করে, দাবি বিজেপি মুখপাত্র অমিত মালব্যর। যদিও পালটা জবাব দিয়েছেন স্বয়ং মণীশ।
কংগ্রেসের অন্দরমহলে তিনি বিদ্রোহী হিসেবে পরিচিত। একটা সময় বিদ্রোহী ‘জি-২৩’ সদস্য ছিলেন। বেফাঁস মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন আগেও। সেই মণীশ তিওয়ারি এবার ‘জেন-জি’ আন্দোলন নিয়ে বিশেষ মন্তব্য করলেন। সদ্যই নেপাল, বাংলাদেশের মতো তরুণ প্রজন্মের আন্দোলনে অস্থির হয়ে উঠেছে ফিলিপিন্স। এই বিষয়টাকে সামনে রেখেই মণীশের দাবি, পদবীর জোর আর সহ্য করবে না জেন-এক্স, ওয়াই কিংবা জি। পরিবারতন্ত্রের বিরুদ্ধেই এমন মন্তব্য করেছেন তিনি। স্পষ্টভাবে কারও নাম উল্লেখ করেননি। তবে এর সঙ্গে রাহুল গান্ধীর নাম জড়িয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। মালব্যর দাবি, মণীশ আসলে ‘নেপো কিড’ রাহুলকে নিশানা করেছেন। তিনি আরও বলেন, কংগ্রেসের বর্ষীয়ান নেতারাই রাহুল গান্ধীর রাজনীতি নিয়ে বিরক্ত। তবে বিজেপির এহেন ব্যাখ্যাকে আমল দেননি কংগ্রেস নেতা। বরং বিজেপি নেতার টুইটের পালটা জবাব দিয়ে তিনি লেখেন, সবকিছুর মধ্যে বিজেপি-কংগ্রেস টানার কোনও মানে নেই। জেন-জি আন্দোলন জাতীয় স্বার্থে গুরুত্ব দিয়ে দেখার মতো বিষয়।