• এবার ব্যাংক কর্মীকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ গায়েব ২৩ কোটি
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ‘ডিজিটাল অ্যারেস্টে’র ফাঁদে পড়ে অজীবনের সঞ্চয় খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। এক মাসের মধ্যে তাঁর তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ২৩ কোটি টাকা। দিল্লির বাসিন্দা ৭৮ বছরের নরেশ মালহোত্রাকে বিভিন্ন তদন্তকারী সংস্থার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে জালিয়তিরা। সন্ত্রাসবাদী কাজকর্মে আর্থিক মদতের ক্ষেত্রে তাঁর আধার নম্বর ব্যবহার করা হয়েছে, একথা বলে প্রবীণ ওই ব্যক্তির সঙ্গে চলে প্রতারণা। ‘ডিজিটাল অ্যারেস্টে’র নাম করে প্রায় এক মাস তাঁকে ‘গৃহবন্দী’ থাকতে বাধ্য করা হয়। সর্বস্ব  খুইয়ে গত ১৯ সেপ্টেম্বর দিল্লি পুলিশের দ্বারস্থ হন তিনি। বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধ। প্রাক্তন এই ব্যাংক কর্মী বলেন, শেষ জীবনের কথা ভেবে সঞ্চয় করেছিলাম। এক মাসে সব শেষ। কারণ প্রতারকদের কথায় বিশ্বাস করে ফেলেছিলাম। আশা করি আমার এই ঘটনা অন্যদের সতর্ক করে তুলবে। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার প্রতারণা মামলার বিশেষজ্ঞ আইএফএসও শাখা।
  • Link to this news (বর্তমান)