• মহিলাদের উদ্যোগে এবছরই দুর্গাপুজো শুরু উত্তর খাগড়াবাড়ির সারদাপল্লির সবুজ সংঘে
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • রাজীব বর্মন, দেওয়ানহাট: কোচবিহারের উত্তর খাগড়াবাড়ির সারদাপল্লিতে গ্রামের মহিলাদের উদ্যোগে এবছরই প্রথম দুর্গাপুজো শুরু হচ্ছে। হেঁসেল সামলে গ্রামের প্রথম দুর্গাপুজোর সবদিক সামলাচ্ছেন এলাকার মহিলারাই। ৪০-৪৫ জনের ওই প্রমীলা বাহিনী বাড়ি বাড়ি ঘুরে চাঁদা সংগ্রহ থেকে শুরু করে পুজোর সব আয়োজনে ব্যস্ত। 

    মহিলাদের উদ্যোগে সবুজ সংঘের এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে খুশির হাওয়া গ্রামের কচিকাঁচা থেকে শুরু করে এলাকার প্রবীণ বাসিন্দাদের মধ্যে। উদ্যোক্তারা জানান, দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে মহালয়ার রাতে নিষ্ঠার সঙ্গে কালীপুজো হলেও, দুর্গাপুজো হয় না গ্রামে। ফলে পুজোর সময় অন্যত্র গিয়ে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে দশমীতে উমাকে সিঁদুর ছোঁয়াতে হয়। তাছাড়া গ্রামের শিশু, কিশোর-কিশোরীরা অন্যত্র গিয়ে পুজোর আনন্দ সেভাবে উপভোগ করতে পারে না। যেমনটা নিজের বাড়ির কাছে পুজোতে তাঁরা আনন্দ উপভোগ করতে পারবে। এলাকার বয়স্ক বাসিন্দাদের অনেকেরই দূরে গিয়ে দেবী দর্শন করা খুবই কষ্টকর। তাই এলাকার মহিলারা একত্রিত হয়ে এবার নিজেদের গ্রামে দুর্গাপুজো করার উদ্যোগ নিয়েছে।  

    পুজো কমিটির সভাপতি সুনিতা বিশ্বাস বলেন, আমাদের এখানে মহালয়ায় কালীপুজো হলেও, দুর্গাপুজো হয় না। সেজন্য আমরা গ্রামের সব মহিলারা একসঙ্গে উদ্যোগ নিয়ে এবার গ্রামেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছি। সকলেই খুব সহযোগিতা করছেন। বাড়ির কাজকর্ম সেরে সবাই একসঙ্গে অনেক আনন্দ ও উৎসাহের সঙ্গে পুজোর আয়োজন করছি। আমাদের এই নতুন পুজোকে নিয়ে গ্রামের সবাই খুব খুশি।

    কোষাধ্যক্ষ পপি সাহা বলেন, এবার আমাদের প্রথম পুজো। পুজোর বাজেট দেড় লক্ষ টাকা। গ্রামের সকলেই সহযোগিতা করছেন। মা চাইলে আগামী বছর আরও বড় করে পুজোর আয়োজন করার ইচ্ছা রয়েছে। 

    এলাকার বাসিন্দা নিত্য সরকার বলেন, মহিলারাই ওই পুজোর আয়োজন করছেন। তাঁরা নিজেরাই দল বেঁধে সব কাজ করছেন। আমরা তাঁদের পাশে আছি। এই পুজোকে কেন্দ্র করে গ্রামে এবার পুজোর আনন্দটা আরও বেশি হবে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)