নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুজোর সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনা করতে দু’হাজার কর্মী মোতায়েন করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বাইরে থেকে এসপি র্যাঙ্কের দুই অতিরিক্ত অফিসার আনা হচ্ছে। এছাড়াও প্রায় পাঁচ হাজার ‘পুজো বন্ধু’কে কাজে লাগিয়ে মণ্ডপে মণ্ডপে ভিড় সামলানো হবে। মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান পুলিশ কমিশনার সি সুধাকর।
এদিন পুজোর গাইড ম্যাপেও উদ্বোধন করেন কমিশনার। তিনি জানান, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত সবক’টি থানা এলাকা, বিগ বাজেটের পুজো থেকে শুরু করে বাকি সব এলাকাতে থাকবে বাড়তি পুলিশি নজরদারি। এলাকায় এলাকায় চলবে টহল। মহিলাদের সুরক্ষিত করতে উইনার্স বাহিনী ও পিংক পেট্রোল ভ্যান থাকবে।
উল্লেখ্য, এ বছর বিভিন্ন পুজো উদ্যোক্তাদের থেকে ভলান্টিয়ার নিয়ে ‘পুজো বন্ধু’ তৈরি করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সেই সকল স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিয়ে পুজো মণ্ডপে ভিড় সামলানোর পাশাপাশি নিরাপত্তার কাজেও লাগাবে পুলিশ। সেই মোতাবেক পাঁচ হাজার স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষিত করার কাজও শুরু করেছে তারা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর পাশপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে। যেকোন গণ্ডগোল বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুতগতিতে এলাকায় পৌঁছবে পুলিশের বিশেষ দল। ভিড় এলাকা বা বাজার, শপিংমলে মহিলাদের নিরাপত্তার জন্য উইনার্স দল মোতায়েন করা থাকবে। স্নিফার ডগ ও পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরাও থাকবেন সক্রিয়।
পুলিশ কমিশনার বলেন, আমরা পুজোর সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা করেছি। কোনওরকমের গণ্ডগোল এড়াতে বাড়তি নজরদারি রাখা হবে।