পুজোর মুখেই ১০টি বাস বন্ধ করল রাজ্য, দীঘা ডিপোর লোকসান কমাতে সিদ্ধান্ত এসবিএসটিসির
বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: পুজোর মুখে লোকসান ঠেকাতে অলাভজনক রুটে ১০টি সরকারি বাস বন্ধ করে দিল এসবিএসটিসি দীঘা ডিপো। জনপ্রতিনিধি ও নেতাদের আব্দার রাখতে অনেক সময় সংস্থার তরফে নতুন রুটে সরকারি বাস চালু করা হয়েছিল। সেই রুটে বাস চালালে লাভ হবে কি না, সেসব নিয়ে বিশেষ সমীক্ষাও হয়নি। বছরের পর বছর ধরে চালানোর পরও লাভের মুখ না দেখা রুটে বাস পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ওই ডিপো। সেইমতো ঝিকড়া, নবদ্বীপ সহ মোট আটটি রুটে ১০টি বাস বন্ধ করা হল। এক সপ্তাহ আগে দীঘা ডিপো ওই সিদ্ধান্ত কার্যকর করেছে।
সম্প্রতি প্রবল আর্থিক সঙ্কটের মুখে দীঘা ডিপো। বেলঘরিয়া ডিভিশন থেকে জ্বালানি তেল দীঘা ডিপোয় আসে। সেই তেল ভরে নিয়ে ডিপো থেকে বাস ছাড়ে। সম্প্রতি তেলের জোগান অনিয়মিত হয়ে পড়েছে। যেকারণে সপ্তাহে দু’-তিনদিন বাস চালানো বন্ধ থাকছে। ডিপো কর্তৃপক্ষ এর আগে কখনও এরকম সমস্যার সম্মুখীন হয়নি। তাই ডিপোকে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। কিছুদিন আগে দীঘা ডিপো থেকে গয়েশপুর, কীর্ণাহার, নৈহাটি, বহরমপুর, তারাপীঠ, ধনিয়াখালি, হাড়োয়া, টাকি প্রভৃতি রুটে প্রায় ৪০টি বাস বন্ধ করে দেওয়া হয়েছিল। এক সপ্তাহ আগে আরও ১০টি বাস বন্ধ করা হল। বিপুল লোকসানের হাত থেকে ডিপোকে বাঁচাতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
একটা সময় দীঘা ডিপো থেকে গোটা রাজ্যে প্রায় ৮০টি বাস চলত। এককথায় দীঘা ডিপোর স্বর্ণযুগ ছিল। কিন্তু দুর্বল ম্যানেজমেন্ট ও নজরদারির অভাবে একের পর এক বাস লোকসানে চলতে শুরু করে। বাস চালিয়ে জ্বালানি তেল, কর্মীর মাইনে এবং রক্ষণাবেক্ষণ খরচ উঠছে না। তাই অলাভজনক রুট থেকে বাস তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। যেকারণে একসময় ৮০টি বাস চললেও তা কমে ৪০টি হয়ে দাঁড়িয়েছিল। দিন যত গড়াচ্ছে, লোকসান ততই বেড়ে চলছে। এই অবস্থায় দীঘা ডিপো থেকে একধাক্কায় বাসের সংখ্যা কমে ২০-২৫টি করে দেওয়া হয়েছে। এক সপ্তাহ আগেও সাত দিনের মধ্যে চার-পাঁচদিন বাস চলেছে। দু’-তিনদিন তেলের অভাবে বাস বন্ধ থেকেছে।
সাধারণত, পুজোর সময় দীঘাগামী রুটে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হয়। এই সময় প্রচুর পর্যটক দীঘায় যান। কিন্তু উল্টোপথে হেঁটে এখন এসবিএসবিটির দীঘা ডিপো থেকে বাসের সংখ্যা কমানো হচ্ছে। দিনের পর লোকসানে চলা একটা ডিপো সংস্থার ডিভিশনের কাছেও গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই কঠোর পদক্ষেপ ছাড়া কোনও উপায় নেই।
ডিপোর এক কর্মী বলেন, নানা কারণে এসবিএসটিসি আজ লোকসানে ধুঁকছে। রাজনৈতিক দলের প্রোগ্রামে সরকারি বাস তোলা হচ্ছে। তাতে বাসের খরচটুকুও ঠিকমতো দেওয়া হয় না। নেতাদের আব্দারে নিয়মিত নতুন নতুন রুট থেকে দীঘা যাতায়াতের বাস চালু হয়েছে। এই রুট কতটা লাভজনক, সেটা সমীক্ষা না করেই সবুজ পতাকা নেড়ে বাস চালানো হয়েছে। চালু হওয়ার কয়েকদিন পর থেকেই দেখা যাচ্ছে, যাত্রী সংখ্যা অপ্রতুল। বাস চালানোর খরচটুকুও ওঠছে না।
দীঘা ডিপো ইন-চার্জ তপন মান্না বলেন, অলাভজনক রুট থেকে ১০টি বাস চালানো বন্ধ করা হয়েছে। তবে, পুজোর সময় দীঘা থেকে সরকারি বাসের সংখ্যা বাড়বে। আগের সেই ব্যস্ততা নেই দীঘা ডিপোয়। নিজস্ব চিত্র