• ১০০ দিনের কাজের দাবি, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের তীব্র বিক্ষোভ নামখানায়
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: ১০০ দিনের কাজের দাবিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিক্ষোভের জেরে উত্তাল নামখানা। মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর নামখানা ব্লক কমিটির উদ্যোগে বিক্ষোভ অবস্থান ও সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এদিন নামখানা বিডিও অফিসের সামনে প্রায় এক হাজার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এই বিক্ষোভে শামিল হন। তাঁরা মাথায় ঝুড়ি ও হাতে কোদাল নিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের মূল দাবি ছিল ‘সব জব কার্ডে কাজ চাই, জব কার্ড বাঁচাতে চাই’। প্রায় তিন ঘণ্টা ধরে এই বিক্ষোভ চলে। শেষে সংগঠনের পাঁচ প্রতিনিধি নামখানার বিডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেন।

    এ বিষয়ে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি সঞ্জয় দাস বলেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে চলেছি। কিন্তু আমাদের কোনও দাবি মানা হয়নি। তাই শেষ পর্যন্ত ঝুড়ি ও কোদাল নিয়ে আমরা বিক্ষোভে শামিল হয়েছি। আমাদের ১০০ দিনের কাজ দিতে হবে। এছাড়াও ন্যূনতম পাঁচ হাজার টাকা মাসিক ভাতা, আবাস যোজনায় প্রতিবন্ধী মানুষদের নাম যোগ করা সহ মাসে ন্যূনতম ১৫ কেজি খাদ্যশস্য দিতে হবে। না হলে এই আন্দোলন আরও তীব্র করে তুলব আমরা।

    পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর সম্পাদক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরও ১০০ দিনের কাজ দিতে হবে। কিন্তু বর্তমান এই রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। এক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় সরকার, উভয়ে উভয়কে দুষছে। কিন্তু কেন এই কাজ বন্ধ রয়েছে, তার ফয়সালা হওয়ার প্রয়োজন রয়েছে। দু’জনেই সুপ্রিম কোর্টে যাক। এদিকে সাধারণ মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও এই কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এই বিক্ষোভ অবস্থান ও সমাবেশের আয়োজন করা হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)