• লাইনে জল, টানা ১১ ঘণ্টা বন্ধ শহিদ ক্ষুদিরাম-ময়দান মেট্রো পরিষেবা
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা বর্ষণে ১১ ঘণ্টা বন্ধ রইল শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান সম্পূর্ণ রুটে মেট্রো চলাচল। সকাল ছ’টা ৫০ মিনিটে প্রথম মেট্রো চলার কথা। তা চলেনি। তখন থেকেই বন্ধ গোটা রুট। তারপর যাত্রীদের দাবি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়েছে। যদিও মেট্রোর দাবি, বিকেল পাঁচটা ৩৮ মিনিটে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডরে পরিষেবা চালু করে দেওয়া হয়েছিল। সবমিলিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর মাত্র ঘণ্টা চারেক গোটা রুটে মেট্রো চলেছে। বাকি সময় বন্ধই রাখা হয়েছিল সব স্টেশন।

    মেট্রো সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতভর বৃষ্টির জেরে মহানায়ক উত্তমকুমার, রবীন্দ্র সরোবর, কালীঘাট সহ একাধিক স্টেশনের ট্র্যাকে জল ঢুকে যায়। ট্রেন লাইনের পাশ দিয়ে বিদ্যুৎবাহী হাই টেনশন থার্ড লাইন গিয়েছে। দুর্ঘটনা এড়াতেই বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যার জেরে শহিদ ক্ষুদিরাম থেকে এদিন সকালের প্রথম মেট্রো পাননি যাত্রীরা। ময়দান পর্যন্ত মেট্রো চলাচল পুরোপুরি বন্ধই থাকে। উল্টোদিকে, দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম পরিষেবা চালু হলেও তা গিরিশ পার্ক পর্যন্ত চলে। পরবর্তী সময় তা ময়দান পর্যন্ত চলেছে। যদিও যাত্রীদের অভিযোগ, গোটা দিন ভোগান্তি হয়েছে। বিক্ষিপ্ত রুটে চলাচল অনিয়মিত ছিল। সম্পূর্ণ রুটে পরিষেবা স্বাভাবিক হতে সন্ধ্যা সাড়ে ছ’টা বেজে গিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে কলকাতা মেট্রো পাঁচ ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। সেদিনও শহরে টানা বৃষ্টি হয়। তার জেরে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে হাঁটু জল জমে গিয়েছিল। ট্র্যাক ভেসে গিয়েছিল জলে। সেদিন এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে এসে রাজভবনে রাতে থেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রো বিপর্যয়ের খবর তাঁর কানে পৌঁছনোর পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে মেট্রো অচল থাকার ব্যাখ্যা চেয়েছিলেন তিনি। তারপর এতদিন কেটে গিয়েছে। কিন্তু মেট্রোর নিকাশি ব্যবস্থা যে কে সেই অবস্থাতেই থেকে গিয়েছে বলে অভিযোগ যাত্রীদের। মঙ্গলবারের ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করল।
  • Link to this news (বর্তমান)