• ঘর থেকে মা-ছেলের পচা-গলা দেহ উদ্ধার
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা ও ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বাঁশদ্রোণীর নর্দান পার্ক এলাকায় দুপুর আড়াইটে নাগাদ বাড়ির দরজা ভেঙে মা ও ছেলের পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতেরা হলেন, শিলা দাশগুপ্ত (৬৯) এবং সতীর্থ দাশগুপ্ত (৩৮)। 

    বাড়ি থেকে পচা গন্ধ বের হওয়ায় এক আত্মীয় পুলিশকে খবর দেন। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান জানিয়েছেন, শোয়ার ঘরে ছিল মা ছেলের পচা-গলা দেহ। দেহের পাশে একাধিক ওষুধের খালি পাতা মিলেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাত্র দেড় বছর আগে এই পরিবারটি পুরী থেকে কলকাতায় এসেছে। শিলাদেবীর স্বামী বছর তিনেক আগে পুরীতে মারা যান। তিনি পেশায় অধ্যাপক ছিলেন। তারপর এই পরিবার বাড়ি বিক্রি করে কলকাতা চলে আসে। প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই  পরিবারের সঙ্গে খুব একটা মেলামেশা ছিল না কারও। তিন চার দিন আগে শেষবার বাইরে দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, শিলাদেবীর ছেলে সার্থক মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। এছাড়া, ওড়িশায় থাকার সময় শিলাদেবীর মাথায় অস্ত্রোপচার হয়েছিল। বর্তমানে মা ছেলে দু’জন কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল।

    আপাত দৃষ্টিতে মা ছেলের দেহে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুব সম্ভবত মা ছেলে ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন।
  • Link to this news (বর্তমান)