• স্কুল-কলেজ ছুটি
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকারি স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে দু’দিন এগিয়ে এল পুজোর ছুটি। ২৬ সেপ্টেম্বর থেকে ছুটি পড়ার কথা থাকলেও ২৪ সেপ্টেম্বর থেকেই সরকারিভাবে পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নবান্নের নির্দেশের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছুটির কথা এক্স হ্যান্ডলে ঘোষণা করেন। কিছুক্ষণের মধ্যে শিক্ষাদপ্তরও বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয়। কলকাতা বিশ্ববিদ্যালয় সেমেস্টারের সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা এদিন বাতিল করেছে। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির নথি যাচাইও আপাতত স্থগিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এদিন থেকেই সব অ্যাকাডেমিক ক্রিয়াকলাপ বন্ধ হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফে ছুটি দেওয়ার আবেদন করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও।
  • Link to this news (বর্তমান)