• শহরের ৪ জায়গায় আগুন, জলে দাঁড়িয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বানভাসি শহরে বিভিন্ন জায়গায় একের পর এক অগ্নিকাণ্ড। মঙ্গলবার শহরজুড়ে বিভিন্ন প্রান্তে মোট চারটি জায়গায় আগুন লাগে। এদিন বেলা ১১টা নাগাদ গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেন্সে একটি ফাস্টফুডের দোকানে আগুন লেগে যায়। দমকলের চারটি ইঞ্জিন প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ‘কুলিং প্রসেস’ আরও অনেকক্ষণ। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। দমকল আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন। অন্যদিকে ওয়েস্ট পোর্ট থানার জি আর রোডে একটি মুদি দোকানে এদিন ভোর সাড়ে চারটা নাগাদ আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভায়।

    একই দিনে বালিগঞ্জ প্লেসে ও একটি নামী চীনা রেস্তোরাঁয় আগুন লাগে। যদিও আধ ঘণ্টার চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুরে তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোডে একটি গুদামে আগুন লাগে। সেখানে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভায়। দমকলের প্রাথমিক অনুমান, রাস্তায় জল জমে যাওয়ায় শর্ট সার্কিট হয়ে আগুন লাগার ঘটনাগুলি ঘটেছে। যদিও কোনও ঘটনাতেই কেউ আহত বা নিহত হননি।
  • Link to this news (বর্তমান)