• Breaking News Live: ঝাড়খণ্ডে মাওবাদী ও পুলিশের গুলির লড়াই, হত ৩
    এই সময় | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ADMK-এর চেন্নাইয়ের সদর দপ্তরে বোমাতঙ্ক। বোমা রাখার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড।

    পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই ঝাড়খণ্ডের গুমলা জেলায়। নিহত হয়েছেন তিন মাওবাদী। বুধবার ভোর থেকে সকালে বিষুণপুর থানা এলাকার জঙ্গলে ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের কর্মীদের সঙ্গে গুমলা পুলিশ ও জাগুয়ার বাহিনীর প্রবল গুলির লড়াই চলে। তাতেই এখনও পর্যন্ত তিন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। সংঘর্ষের পাশাপাশি এলাকা জুড়ে চিরুনি তল্লাশিও শুরু হয়েছে।

    রাগাসার তাণ্ডবে তছনছ তাইওয়ান। সুপার টাইফুন রাগাসার প্রভাবে মুষলধারে বৃষ্টিপাত চলছে সেখানে। তুমুল বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে কয়েক দশকের পুরোনো একটি ব্যারিয়ার হ্রদ। কমপক্ষে ১৪ জন নিহত এবং নিখোঁজ শতাধিক।

    বুধবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হতে চলেছে বিহারে। আসন্ন বিধানসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ এই বৈঠকে যোগ দিতে পাটনা রওনা হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই বৈঠকে রাহুল ছাড়াও সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে-সহ একাধিক শীর্ষ স্থানীয় নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

    নবরাত্রির তৃতীয় দিনে আজ পুজো দেবী চন্দ্রঘণ্টার। এমন পবিত্র দিনে পুজো দিতে বৈষ্ণোদেবীতে ভক্তদের ঢল।

  • Link to this news (এই সময়)