• কী সর্বনাশ! লোকালয়ে ঢুকে পড়ল প্রকাণ্ড সাপ! গ্রামবাসীরা ভয়ে জজড়সড়, থমকে গেল যান চলাচল ...
    আজকাল | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা৷ ঘাটকেশর এলাকায় হঠাৎ রাস্তার মাঝখানে দেখা মিলল এক বিশাল অজগরের। প্রকাণ্ড এই সাপটি দেখে মুহূর্তেই থমকে গেল সমস্ত যান চলাচল। আশপাশের পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে একেবারে জড়সড় হয়ে যায়। তাঁদের মধ্যে কেউ কেউ আবার লাঠি ডাল বা পাথর নিয়ে সাপটিকে তাড়ানোর চেষ্টা করেন।

    স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে ঘোরাঘুরি করছিল অজগরটি। এহেন সাপের উপস্থিতি ঘিরে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন গ্রামবাসীরা। বহুবার প্রশাসনের কাছে সাহায্যের অনুরোধ করেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। শেষমেশ, সাপটি যখন লোকালয়ের কাছাকাছি মেন রাস্তায় এসে পড়ে, তখন আর চুপ করে বসে থাকেননি গ্রামবাসীরা।

    ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক একটি বড় পাথর তুলে সাপটিকে আঘাত করার চেষ্টা করছেন। প্রথমবার লক্ষ্যভ্রষ্ট হলে, সাপটি গর্তের দিকে পালানোর চেষ্টা করে। এরপর ওই যুবক আবার পাথর তুলে আঘাত করেন। আশপাশে উপস্থিত বেশ কিছু স্থানীয় বাসিন্দাকেও সাপটিকে ঘিরে তাড়ানোর চেষ্টা করতে দেখা যায়।

    ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, "রাইডার, রাইডার!" অর্থাৎ সতর্ক করে দিচ্ছেন বাইক আরোহীদের, যেন তারা সাপটিকে দেখে সাবধানে রাস্তা পার হন। বাইক আরোহীরাও যথাসম্ভব সতর্ক হয়ে অজগরের পাশ দিয়ে এগিয়ে যান। যদিও শেষ পর্যন্ত সাপটি আহত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। অনেকে বলছেন, পরবর্তীতে সাপটি পাশে ঝোপঝাড়ের মধ্যে পালিয়ে যায়।

    এদিকে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, সাপটির গতিবিধি নিয়ে একাধিকবার বন দপ্তর-কে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে শেষমেশ মানুষের বসবাস এলাকায় ঢুকে পড়ে সাপটি।

    এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় উঠেছে নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “নাগুলচবিথি, নাগপঞ্চমীর দিনে সাপ পুজো করা মানুষই আবার সাপ মারছে। একেই বলে প্রকৃত ভক্তি!” আরও এক ব্যবহারকারী অনুরোধ করেছেন, “বন দপ্তর -কে দ্রুত খবর দিন।” তবে অনেকেই গ্রামের বাসিন্দাদের তীব্র সমালোচনা করেছেন। কারও মন্তব্য, “মানুষই আসল ক্ষতিকর প্রাণী। এদের অবিলম্বে চিড়িয়াখানায় পাঠানো উচিত।” অন্য একজনের কথায়, “বেকারত্ব, শিক্ষার অভাব- এসবের ফলই এই রকম বর্বরতা। নির্বিষ সাপটাকেও মারার চেষ্টা!”

    গ্রামবাসীদের বক্তব্য, কয়েক দিন ধরেই সাপটি গ্রামের সীমানার কাছাকাছি ঘোরাফেরা করছিল। ছোট ছোট শিশু ও বিভিন্ন পোষ্য প্রাণীর উপর আক্রমণের আশঙ্কাতেই তাঁরা দিনের পর দিন দুশ্চিন্তায় ছিলেন। সেই আতঙ্কই ঘটনার দিন ফেটে পড়ে যখন সাপটি লোকালয়ে রাস্তার মাঝখানে চলে আসে।

    এই ঘটনায় বনবিভাগের দ্রুত পদক্ষেপ কতটা প্রয়োজনীয় তা নিয়েও কথা তুলেছেন অনেকে। আপাতত, সাপটি কাছের এক জঙ্গলের দিকে চলে গিয়েছে বলে খবর মিলেছে। তবে তার বর্তমান অবস্থান এবং সেদিনের পর কতটা আঘাতপ্রাপ্ত সাপটি তা এখনও অজানা।
  • Link to this news (আজকাল)