• ত্রিপুরাসুন্দরী মন্দির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একাধিক সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন...
    আজকাল | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন সোমবার। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মায়ের মন্দিরে দেশবাসীর কল্যাণে পূজা অর্চনা করেন। এরপর ত্রিপুরাসুন্দরী মন্দিরের ইতিহাস সম্বলিত প্রদর্শনীটি প্রধানমন্ত্রী ঘুরে দেখেন। কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাসুন্দরী মন্দিরকে নতুন রূপে সাজানো হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ। এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিশেষ বিমানে আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে পদার্পণ করেন। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্যসচিব জে. কে. সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ প্রমুখ। প্রধানমন্ত্রী সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারে পালাটানা হেলিপ্যাডে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রমুখ। পালাটানা হেলিপ্যাড থেকে মাতাবাড়ি পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। তাছাড়া রাস্তার দু'পাশে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে প্রধামন্ত্রীকে স্বাগত জানান। প্রসাদ প্রকল্পে নব রূপে সজ্জিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের অনুষ্ঠানে রাজ্যের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বিশ্ব মানচিত্রে ত্রিপুরা সুন্দরী মন্দিরটি তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

    বহুল প্রতীক্ষিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী ত্রিপুরা সুন্দরী মন্দিরে দেশবাসীর মঙ্গল কামনায় পুজার মাধ্যমে ত্রিপুরা সুন্দরী মন্দির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। ৫১ শক্তি পীঠের অন্যতম একটি এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 

    এবিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, আজ রাজ্যের ইতিহাসে আরও একটি মাইলফলক। আজ এই উদ্বোধনের ফলে দেশ ও বিদেশের অনেক পর্যটক ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসবেন। এটি রাজ্যের অন্যতম বিশিষ্ট ধর্মীয় পর্যটন কেন্দ্র। ব্যস্ত সময়সূচীর মধ্যেও প্রধানমন্ত্রীর আগমন রাজ্যের জনগণের আন্তরিকতা, আস্থা ও বিশ্বাসকে প্রতিফলিত করে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রসাদ প্রকল্পের আওতায় ত্রিপুরা সুন্দরী মন্দিরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৩৪.৪৩ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়া অতিরিক্ত আরো ১৭.৬১ কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। আজকের এই উদ্বোধনকে ঘিরে রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ত্রিপুরা সুন্দরী মন্দিরে অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে ফিরে গেলেন।
  • Link to this news (আজকাল)