• পুজোর মুখে সুখবর, রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা এই রাজ্যে, বাড়ানো হল ডিআর-ও ...
    আজকাল | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিতাই দে, আগরতলা: পুজোর মুখে সুখবর। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটা বড় স্বস্তি দিয়ে আজ মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) এ ৩% বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শেষদিনে আজ সভায় মুখ্যমন্ত্রী বলেন, 'এবারের দুর্গাপুজোয় ৩% ডিএ এবং ডিআর সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি উপহার, যা ১ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর করা হবে।' 

    মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা আরও বলেন, এই লক্ষ্য পূরণে রাজ্য সরকার মোট ১২৫ কোটি টাকা অতিরিক্ত অর্থ ব্যয় করবে। আর এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে হাজার হাজার সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের সরকার কর্মচারী-বান্ধব। আমাদের লক্ষ্য শুধু কর্মচারীই নয়, সবাইকে সহায়তা করা। এর আগে, আমি দায়িত্ব গ্রহণের পরে ২৯% বৃদ্ধি করা হয়েছিল এবং আজ আমরা অতিরিক্ত ৩% ঘোষণা করেছি। আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, আমরা এই বৃদ্ধি ঘোষণা করেছি। এমনকী ১% বৃদ্ধি করতে প্রায় ১০০ কোটি টাকা প্রয়োজন। এই পদক্ষেপ প্রতিটি কর্মচারীর জন্য সহায়ক হবে এবং এটি দুর্গা পুজোর উপহার হিসেবে বিবেচিত হবে।' 

    মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিধানসভার সদস্য এবং কর্মচারীদের শুভেচ্ছা জানান। বিধানসভায় যে আলোচনা হয়েছে তা রাজ্যের উন্নয়নে পথ দেখাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আসন্ন শারদোৎসব ও দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করেন। 

    প্রসঙ্গত, চলতি বছরে বাংলা নতুন বছরের আগাম উপহার পেয়েছেন ত্রিপুরা সরকারের কর্মচারী ও পেনশনারগণ। রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করা হয়েছে। শনিবার রাজ্য বিধানসভা বাজেট অধিবেশনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা এই ঘোষণা করেন। 

    অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করার পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারগণ আগামী এপ্রিল মাস থেকে আরও ৩ শতাংশ মহার্ঘভাতা ও ডিআর পাবেন। তিনি জানান, ৩ শতাংশ ডিএ এবং ডিআর প্রদান করতে বছরে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে। রাজ্য সরকারের কর্মচারীগণ এই ৩ শতাংশ মিলিয়ে মোট ৩৩ শতাংশ মহার্ঘভাতা পাবেন। এই ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী মহলে খুশির হাওয়া দেখা গিয়েছে। 
  • Link to this news (আজকাল)