• আইসির উদ্যোগে নতুন রূপে সেজে উঠল আউশগ্রাম থানা, ভোল বদলে গেল মাত্র সাত মাসেই
    আনন্দবাজার | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজোর আগে সেজে উঠল পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা। সময়ের সঙ্গে জীর্ণ হয়ে পড়া অন্যতম প্রাচীন এই থানাকে আধুনিক রূপে সাজিয়ে তুললেন থানার বর্তমান আইসি শান্তনু অধিকারী। সাত মাসের মধ্যে পুরনো ভবনের ভেঙে পড়া অংশগুলির মেরামতের পাশাপাশি নতুন করে কয়েকটি বিল্ডিং নির্মাণের উদ্যোগ নেন তিনি।

    শান্তনুর উদ্যোগে প্রথম বার আউশগ্রাম থানায় তৈরি হয়েছে সিসিটিভি কন্ট্রোল রুম। আইসি-র প্রায় ভেঙে পড়া অফিস ঘরটি নতুন করে তৈরি করা হয়েছে। পাশাপাশি আধুনিক সুযোগসুবিধা-সহ অফিসারদের জন্য ঝকঝকে বসার ঘর তৈরি করা হয়েছে। সেখানে প্রত্যেকে আলাদা টেবিলে বসে তাঁদের কম্পিউটারে কাজ করতে পারবেন। জেলায় একমাত্র এই থানায় নতুন মালখানা তৈরির কাজও শুরু হয়েছে। থানা সংলগ্ন ফাঁকা জমিতে তৈরি করা হয়েছে ফুল ও ফলের বাগান। দু’টি নবনির্মিত ভবনও কাজের শেষ পর্যায়ে পৌঁছেছে।

    রবিবার আউশগ্রামের ডোকরাপাড়ায় একটি স্বেচ্ছাসেবী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জেলার পুলিশ সুপার সায়ক দাস দুপুরে আসেন আউশগ্রাম থানায়। তিনি আইসি রুম ও আইও রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন ডিএসপি (ডিএনটি) সুব্রত মণ্ডল ও আউশগ্রাম থানার আইসি। পুলিশ সুপার সায়ক দাস থানার আধুনিকীকরণের উদ্যোগকে সাধুবাদ জানান এবং থানার আরও উন্নতির আশ্বাস দেন।
  • Link to this news (আনন্দবাজার)