• চেনা ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে কলকাতা! শহরের কিছু অংশে যান চলাচল স্বাভাবিক হলেও অনেক সড়কই জলের তলায়
    আনন্দবাজার | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • বৃষ্টি-দুর্যোগের পরে বুধবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা শুরু হয়েছে কলকাতায়। মঙ্গলবার শহরের রাস্তাঘাটের যা পরিস্থিতি ছিল, তার থেকে এখন অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে অনেক রাস্তাতেই এখনও জল জমে রয়েছে।

    ইএম বাইপাস, রবীন্দ্র সরণি, আলিপুর রোড, লেনিন সরণি, মহাত্মা গান্ধী রোড, সিআর অ্যাভিনিউ, এটিএম রোডে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মা উড়ালপুল, এজেসি উড়ালপুল, দ্বিতীয় হুগলি সেতুর কলকাতামুখী রাস্তাতেও সকাল থেকে যান চলাচল স্বাভাবিক বলে লালবাজার সূত্রে খবর। সোমবার রাতভর বৃষ্টির পরে মঙ্গলবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট জলমগ্ন হয়ে পড়েছিল। বুধবার সকালে রাস্তার ওই অংশে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়েও যান চলাচল মোটামোটি স্বাভাবিক রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।

    তবে ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন রাস্তা, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিটের একটি অংশ এখনও জল জমে রয়েছে। কাঁকুরগাছি আন্ডারপাস-সহ বেশ কয়েকটি আন্ডারপাসে এখনও জল জমে রয়েছে। এজেসি বোস রোড সংলগ্ন মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট, লর্ড সিংহ রোড, হাঙ্গারফোর্ড স্ট্রিট-সহ বেশ কিছু রাস্তা থেকে জল এখনও নামেনি। গড়িয়াহাটে আইটিআইয়ের কাছে জল জমে আছে। মঙ্গলবার যে পরিস্থিতি ছিল, এখনও সেখানে প্রায় একই অবস্থা হয়ে রয়েছে। তবে বিভিন্ন জায়গায় পাম্পের মাধ্যমে জল বার করা হচ্ছে। তার ফলে অনেক জায়গায় জল কমেছে। মোটের উপর যান চলাচলও অনেকটাই স্বাভাবিক রয়েছে।

    সোমবারের ভারী বৃষ্টির জেরে মঙ্গলবার সকাল থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হয়েছিল। সিআর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, স্ট্র্যান্ড রোড এবং এমজি রোড ক্রসিং, মুক্তারামবাবু স্ট্রিট, কাঁকুড়গাছি আন্ডারপাস, পাতিপুকুর আন্ডারপাস, দমদম আন্ডারপাস, রবীন্দ্র সরণির কিছু এলাকায়, এন্টালির কিছু অংশে, এমজি রোডের বেশ কিছু জায়গায়, থিয়েটার রোড, ল্যান্সডাউন রোডের কয়েক জায়গায়, এজেসি বোস রোড সংলগ্ন বিভিন্ন ক্রসিংয়ে, হাইড রোড, দরগা রোড, সিআইটি রোড, বালিগঞ্জ, গড়িয়াহাটের বেশ কিছু জায়গায়, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট, কসবার বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছিল।

    গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তায় মঙ্গলবার জল জমে যাওয়ার ফলে বাইক, স্কুটার তো বটেই, চার চাকার বিভিন্ন গাড়িও রাস্তায় বেরিয়ে সমস্যার মধ্যে পড়েছিল। অনেক ক্ষেত্রে জমা জলের কারণে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা গিয়েছে। বুধবার সকালে সেই ছবি অনেকটাই বদলে গিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)