বাবুল হক, মালদহ: ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার কয়েকদিনের মাথায় পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। ফরাক্কা ব্যারাজের অধীনস্থ অ্যাফ্ল্যাক্স বাঁধের পাশ থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তৃতীয়ার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচকে। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে যুবককে। কিন্তু কেন? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে ২ যুবককে।
জানা গিয়েছে, মালদহের কালিয়াচক থানার ছোট মহদিপুর থানা এলাকার বাসিন্দা ওই যুবক। তাঁর নাম বাবর শেখ। বয়স ৩৫ বছর। সূত্রের খবর, ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন ওই যুবক। দিনকয়েক আগেই গ্রামের বাড়িতে ফেরেন। বুধবার সকালে ফরাক্কা ব্যারাজের অধীনস্থ অ্যাফ্ল্যাক্স বাঁধের পাশে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু?
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাবরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুই যুবক। তারপর নাকি সে বাড়ি ফেরেনি। এলাকায় খোঁজ নিলেও তার হদিশ মেলেনি। সকালে মিলল দেহ। অভিযোগ, ওই যুবকরাই বাবরকে খুন করেছে। অনুমান, যুবককে অন্য কোথাও খুন করার পর দেহ বাঁধের ধারে ফেলে যাওয়া হয়েছে। কিন্তু কেন এই খুন? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জেরা করলে গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে আশাবাদী পুলিশ।