কলকাতায় রোদের দেখা মিলল, দুর্যোগ কি কাটল এ বারের মতো? তবে দক্ষিণবঙ্গে এখনও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা
আনন্দবাজার | ২৪ সেপ্টেম্বর ২০২৫
সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টিতে মঙ্গলবার দুর্ভোগে পড়েছিলেন কলকাতাবাসী। একটানা বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছিল। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সব জায়গা থেকে জল এখনও পুরোপুরি নামেনি। আপাত ভাবে স্বস্তির বিষয়, বুধবার সকাল থেকে রোদের দেখা মিলেছে কলকাতায়। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
শুধু কলকাতাতেই নয়, গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। ভারী বৃষ্টি হতে পারে দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এ ছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলীয় দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতায় বুধবার ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তা আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। তবে বৃষ্টি যে একেবারেই হবে না, তেমন কথাও বলা হয়নি। বুধবারও কলকাতায় বেশির ভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে। একই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। রবিবার থেকে কিছুটা উন্নতি হতে পারে আবহাওয়ার।
একই সঙ্গে সমুদ্রও বর্তমানে উত্তাল রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি বেগে হাওয়া বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আগামিকাল, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও স্থানে পৌঁছোতে পারে। এর প্রভাবে আপাতত কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্র-শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের প্রায় সব জেলাতেই। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে ওই দু’দিন।
আগামিকাল, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও স্থানে পৌঁছোতে পারে। এর প্রভাবে আপাতত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।