• একাধিক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, ভুয়ো নম্বর প্লেটের গাড়ি ব্যবহার, দিল্লির ‘সাধুবাবা’র কুর্কীর্তি ফাঁস
    এই সময় | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ এলাকার একটি আশ্রমের অন্যতম ডিরেক্টর স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থসারথির বিরুদ্ধে যৌন হয়রানির একাধিক অভিযোগ। ওই আশ্রমের অধীনে একটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রয়েছে। সেই ইনস্টিটিউটের একাধিক ছাত্রী এই অভিযোগ করেছেন। স্বামী চৈতন্যানন্দ পলাতক বলে পুলিশ সূত্রে খবর। তদন্ত চলাকালীন পুলিশ ওই ইনস্টিটিউটের বেসমেন্টে থেকে একটি গাড়ি উদ্ধার করেছে। ইউনাইটেড নেশনের ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে ওই গাড়ি চৈতন্যানন্দ ব্যবহার করতেন বলেও দাবি পুলিশের।

    গত অগস্ট মাসে চৈতন্যানন্দের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন ১৭ জন ছাত্রী। ছাত্রীদের অভিযোগ, অভিযুক্ত তাঁদের উদ্দেশে অশ্লীল ভাষা প্রয়োগ করতেন। আপত্তিকর এসএমএস পাঠাতেন। এমনকী জোর করে কয়েকজনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলেও অভিযোগ উঠেছে চৈতন্যানন্দের বিরুদ্ধে। ওই ইনস্টিটিউটের কয়েকজন ওয়ার্ডেন এই কাজে সাহায্য করতেন বলে অভিযোগ।

    ছাত্রীদের অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। দক্ষিণ-পশ্চিমের ডিসিপি অমিত গোয়েল জানিয়েছেন, পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অন্যান্য অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ ইনস্টিটিউট ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অভিযুক্তের ঠিকানায় অভিযান চালানো হয়েছে। তবে, অভিযুক্ত এখনও পলাতক। সূত্রের খবর, তাঁকে শেষবার আগ্রার কাছে দেখা গিয়েছিল। বেশ কয়েকটি পুলিশ টিম নামানো হয়েছে তল্লাশির জন্য।

    সম্প্রতি পুলিশ ওই ইনস্টিটিউটের বেসমেন্ট থেকে একটি ভলভো গাড়ি উদ্ধার করেছে। ওই গাড়িটি স্বামী চৈতন্যানন্দ ব্যবহার করেছিলেন। একটি ভুয়ো (39 UN 1) নম্বরপ্লেট লাগিয়ে গাড়িটি ব্যবহার করা হতো। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ সামনে আসার পরে আশ্রম কর্তৃপক্ষ স্বামী চৈতন্যানন্দকে তাঁর পদ থেকে অপসারণ করে আশ্রম ও ইনস্টিটিউট থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

  • Link to this news (এই সময়)