শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। দেশের লক্ষ লক্ষ রেলকর্মীর জন্য আসতে চলেছে সুখবর। সূত্রের খবর, বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা রেলকর্মীদের জন্য প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাসের প্রস্তাব অনুমোদন করে দিয়েছে। গত বছরের মতোই এ বছরও ৭৮ দিনের মজুরি বোনাস হিসেবে দেবে কেন্দ্র।
জানা গিয়েছে, এই বোনাস দেওয়া হবে মূলত নন-গেজেটেড কর্মীদের, যাঁরা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহণ নেটওয়ার্ককে দক্ষতার সঙ্গে সচল রাখেন। এই বোনাস হবে প্রোডাক্টিভিটি-লিঙ্কড, অর্থাৎ কর্মক্ষমতা ও পারফরম্যান্সের উপর ভিত্তি করেই দেওয়া হবে।
সরকার সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গৃহস্থালী সামগ্রীর উপর জিএসটি কমিয়েছে। এর ফলে ক্রেতাদের কেনাকাটার ইচ্ছা কিছুটা বাড়ছে বলে মত ওয়াকিবহল মহলের। উৎসবের আগে হাতে বাড়তি টাকা এলে সাধ্যের মধ্যে সাধ পূরণের সুযোগ হবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে অর্থাৎ গত বছর প্রায় ১১ লক্ষ রেলকর্মী পেয়েছিলেন বোনাস। ৭৮ দিনের মজুরি বোনাস হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। এই হিসাব অনুযায়ী রেল কর্মীরা সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা বোনাস হিসেবে পেয়েছিলেন। বোনাসের জন্য বরাদ্দ করা হয়েছিল ২০২৯ কোটি টাকা।
বোনাসের জন্য গত বছর যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন রেলের বিভিন্ন ক্যাটিগরির পদাধিকারীরা। এর মধ্যে রয়েছেন ট্র্যাক ইনস্পেকটর, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, সুপারভাইজ়ার, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টম্যান, মিনেস্টারিয়াল স্টাফ এবং অন্যান্য গ্রুপের কর্মীরাও।