• জুবিন গর্গের স্মরণে কোচবিহারের রাসমেলা উৎসব ঘিরে বড় সিদ্ধান্ত পুরসভার
    এই সময় | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি...’ গান গেয়ে তিনি লক্ষ লক্ষ মানুষের নজর কেড়েছিলেন। বাংলা, অহমিয়া থেকে শুরু করে বলিউডের বেশ কিছু সিনেমাতে তিনি গান গেয়েছেন। আর সে সব গান গেয়ে তিনি অনেক মানুষের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি অসম নিবাসী জনপ্রিয় গায়ক জুবিন গর্গ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে শুধু অসম নয়, গোটা দেশেই শোকের ছায়া নেমে এসেছে। এ বার কোচবিহারের সবথেকে বড় উৎসব রাসমেলার মূল সাংস্কৃতিক মঞ্চ জনপ্রিয় গায়কের নামে উৎসর্গ করা হলো।

    উত্তর-পূর্ব ভারতের সবথেকে বড় উৎসব কোচবিহার রাসমেলা। চলতি বছরে আগামী ৬ নভেম্বর থেকে সেখানে রাসমেলা শুরু হচ্ছে। আর সেই রাসমেলাতে জনপ্রিয় গায়ককে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হলো। বুধবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিক সম্মেলন করে জুবিন গর্গের নামে রাসমেলার মূল সাংস্কৃতিক মঞ্চ উৎসর্গের কথা জানান।

    রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, ‘এই মহান সংগীতশিল্পী নিজেকে আসামের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। তিনি নিজেকে অর্ধেক বাঙালি বলতেন। জুবিন গর্গ গোটা উত্তর-পূর্ব ভারতের গর্ব। কোচবিহার রাসমেলা মঞ্চেও তিনি গান গেয়েছেন। বাংলার প্রতি তাঁর একটা আলাদা টান, ভালোবাসা ছিল। তাই এ বারের রাসমেলা মঞ্চ তাঁর নামে উৎসর্গ করা হচ্ছে। মূল মঞ্চে তাঁর কাট আউট রাখা হবে। তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’ তবে শুধু কাট আউট নয়, খুব শীঘ্রই তাঁরা কোচবিহার শহরে জনপ্রিয় গায়কের একটি মূর্তি বসানোর পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।

    কোচবিহারে রাসমেলা সবথেকে বড় উৎসব। রাসমেলা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হয়ে টানা ১৫-২০ দিন পর্যন্ত চলবে। কোচবিহার মদনমোহনের রাসযাত্রাকে উপলক্ষ্য করেই দীর্ঘ বছর ধরে এই মেলা হয়ে আসছে। এ বার রাসমেলা ২১৪তম বর্ষে পা দিল। শুধু কোচবিহার নয়, দেশ এবং বিদেশের বহু মানুষ এই মেলায় আসেন। মেলায় প্রায় ২ হাজারের উপরে স্টল বসে।

  • Link to this news (এই সময়)