• বিড়াল না কুকুর, কে থাকবে বাড়িতে? পোষ্য নিয়ে ঝামেলা তুঙ্গে, সদ্য বিয়ের পরেই বিচ্ছেদের পথে হাঁটল দম্পতি
    আজকাল | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পোষ্যের প্রতি ভালবাসা থেকেই বন্ধুত্বের শুরু। তা থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়েও সেরে ফেলেন দ্রুত। কিন্তু সেই বিয়ে টিকল না বেশিদিন। সদ্য বিয়ের পরেই বিচ্ছেদের পথে হাঁটল এক দম্পতি। কারণ বিয়ের পরেই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। তাও আবার পোষ্যকে নিয়েই। 

    যা দিয়ে বন্ধুত্বের শুরু, সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রসঙ্গেই ঝামেলা শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। বাড়িতে বিড়াল থাকবে না কুকুর, এই নিয়েই শুরু হয় ঝামেলা। শেষমেশ দুজনেই একে অপরের প্রতি হাল ছেড়ে দেন। তিক্ততা বাড়তেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় দম্পতি। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। যুবক পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী। তিনি ওয়ার্ক ফ্রম হোম করেন। অন্যদিকে তাঁর স্ত্রী আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। কিন্তু কর্মসূত্রে থাকেন ভোপালে। কুকুর, বিড়ালের প্রতি ভালবাসা থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কয়েক সপ্তাহের মধ্যেই তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। শেষমেশ বিয়ের প্যরস্তাব দেন যুবক। তরুণী তাতে রাজিও হয়ে যান। 

    প্রেমের সম্পর্কের কয়েক মাস পরেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু কিছুদিন পরেই সুখের সংসারে আচমকা ঝড়। তরুণীর অভিযোগ, যুবকের পোষ্য কুকুর বারবার তাঁকে হেনস্থা করে। এমনকী তাঁর পোষ্য বিড়ালের উপরে হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটিকেও হেনস্থা করতে ছাড়ে না। 

    অন্যদিকে যুবক জানিয়েছেন, বিয়ের আগেই তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, একসঙ্গে থাকলে বাড়িতে বিড়াল রাখা যাবে না। কারণ পোষ্য সারমেয় তাঁর বাড়িতেই থাকবে। পোষ্য বিড়ালকে নিজের বাড়িতে রেখে তাঁর সঙ্গে থাকতে হবে। কুকুর ও বিড়াল একসঙ্গে থাকতে পারবে না। তার সত্ত্বেও বাবার বাড়ি থেকে পোষ্য বিড়ালটিকে বাড়িতে নিয়ে আসেন তরুণী। 

    যুবকের অভিযোগ, তরুণীর পোষ্য বিড়ালটি আসার পরেই বাড়ির অ্যাকুরিয়ামের মাছের উপর হামলা করে। যা ঘিরে বাড়িতেও শোরগোল শুরু হয়। প্রায়ই উত্তেজনার সৃষ্টি হয়। যুবক জানিয়ে দেন, তিনি পোষ্য কুকুরকে ছাড়া থাকতে পারবেন না। অন্যদিকে তরুণীকে পোষ্য বিড়ালটিকে ছাড়া থাকতে নারাজ। দুজনেই জেদের বশে নিজেদের সিদ্ধান্তে অনড়। 

    জানা গেছে, পরিবারের সদস্যরা, বন্ধুবান্ধব, পরিজন, সহকর্মীরাও দম্পতিকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শত চেষ্টার পরেও কেউ কারও মত বদল করেননি। অবশেষে দুজনেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিয়ের মাত্র কয়েক মাস পরেই ডিভোর্সের সিদ্ধান্ত জানিয়ে দেন। 
  • Link to this news (আজকাল)