• রাজ্যের স্বীকৃতির দাবিতে অগ্নিগর্ভ লাদাখ, বিজেপির পার্টি অফিসে আগুন
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • লে, ২৪ সেপ্টেম্বর: রাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলন ঘিরে বুধবার উত্তাল হয়ে উঠল লাদাখের রাজধানী লে। গায়ের জোরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। লাদাখে পুলিশি নিয়ন্ত্রণ অমিত শাহের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে। ফলে পুলিশের হাতে মার খেয়ে বিক্ষোভকারীদের সব রাগ গিয়ে পড়ে কেন্দ্রের শাসকদল বিজেপির উপরে। লে-তে পদ্ম পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

    ২০১৯ সালের আগস্ট মাসে একদা জম্মু ও কাশ্মীর রাজ্যকে দু’টুকরো করে মোদি সরকার। পরিবর্তে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। লাদাখের বাসিন্দারা পৃথক রাজ্যের স্বীকৃতির দাবিতে বহুদিন থেকে সরব। পাশাপাশি সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন তাঁরা। এই দুই ইস্যুতে হিমালয়ের কোলে থাকা এই পার্বত্য অঞ্চলটিতে বনধও হয়েছে।

    কেন্দ্রের বিজেপি সরকারের উপরে চাপ সৃষ্টির জন্য এদিন লে-তে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল এদিনের সমাবেশে। পুলিশের বিরুদ্ধে পেশি শক্তি প্রদর্শনের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। যার জেরে আন্দোলন হিংসাত্মক রূপ নেয়।
  • Link to this news (বর্তমান)