• আজও কি বৃষ্টি হবে? জানুন কলকাতার আবহাওয়া আপডেট
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতা, ২৪ সেপ্টেম্বর: রাত থেকে দুপুর পর্যন্ত নাগাড়ে বৃষ্টি। যার জেরে গতকাল, মঙ্গলবার কার্যত অচল হয়ে পড়েছিল কলকাতার জনজীবন। আজ, বুধবার সকালেও জলযন্ত্রণা থেকে সম্পূর্ণ নিস্তার পায়নি শহরবাসী। পরিস্থিতির উন্নতি হলেও বিভিন্ন এলাকায় এখনও জল জমে আছে। তার মধ্যে স্বস্তি কথা হল, এদিন সকাল থেকে মেঘ কেটে গিয়ে রোদের দেখা মিলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে কি দুর্যোগ থেকে রেহাই মিলল শহরবাসীর? নাকি আজও বৃষ্টি হবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।

    আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস সত্যি হলে, আজও বৃষ্টির হাত থেকে সম্পূর্ণ রেহাই নেই কলকাতাবাসীর। শহরে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

    গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৭.৬ মিলিমিটার।
  • Link to this news (বর্তমান)