• নগ্ন করে যৌনাঙ্গে জুতোর বাড়ি! তামিলনাড়ুর কলেজে ভয়াবহ র‍্যাগিংয়ের ভিডিও ভাইরাল
    প্রতিদিন | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর করে পোশাক খুলে দিয়ে লাঞ্ছনা। এমনকী যৌনাঙ্গে জুতো দিয়ে আঘাত। প্রকাশ্যে এল ভয়াবহ র‍্যাগিংয়ের ঘটনা। এবার ঘটনাস্থল তামিলনাড়ুর মাদুরাইয়ের তিরুমঙ্গলম এলাকার এক আইটিআই কলেজের হস্টেল। অভিযোগের তির নির্যাতিত ছাত্রের সহপাঠীদের দিকেই। ইতিমধ্যেই বর্বরোচিত এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতেও। পুলিশ সূত্রের খবর, ছাত্রের পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিও দেখে নির্যাতনের সঙ্গে জড়িত তিন ছাত্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা তিরুমঙ্গলম এলাকার আইটিআই কলেজ হস্টেলের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন ছাত্র জোর করে নির্যাতিত ছাত্রটির পোশাক খুলে দিচ্ছে। এরপর তাঁকে নিয়ে হাসি ঠাট্টা করতে করতে জুতো দিয়ে তাঁর যৌনাঙ্গে আঘাত করছে। সোশাল মিডিয়াতে এই দৃশ্য ভাইরাল হওয়ার পর হস্টেলের ওয়ার্ডেনকেও তদন্ত চলাকালীন সাসপেন্ড করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ দোষী ছাত্রদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ভয়াবহ এই ঘটনার ছবি সামনে আসার পর স্তম্ভিত অভিভাবকরা। প্রশ্ন উঠতে শুরু করেছে এত সচেতনতা, নিরাপত্তার কড়াকড়ির পরও কীভাবে র‍্যাগিং করার সাহস পায় পড়ুয়ারা?

    উল্লেখ্য, সম্প্রতি র‍্যাগিংয়ের জেরে আত্মঘাতী হয়েছেন হায়দরাবাদের সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজের এক পড়ুয়া। যাদব সাই তেজা নামে ২২ বছরের ওই যুবকের দেহ উদ্ধার হয়েছিল কলেজের হোস্টেল থেকে। ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া আত্মঘাতী হওয়ার আগে একটি ভিডিও করে জানায়, সিনিয়রদের র‍্যাগিং সহ্য করতে না পেরেই সে এই চরম সিদ্ধান্ত নিতে চলেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এল তিরুমঙ্গলম এলাকার আইটিআই কলেজ হস্টেলের এই চাঞ্চল্যকর ছবি।
  • Link to this news (প্রতিদিন)