• অশালীন মেসেজ, অশ্লীল স্পর্শ! ছাত্রীদের যৌন হেনস্তার অভিযোগ, পলাতক আশ্রমের প্রধান চৈতন্যানন্দ
    প্রতিদিন | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার এক আশ্রমের পরিচালকের বিরুদ্ধে উঠল সাংঘাতিক অভিযোগ। শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে অভিযোগ, ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানো এমনকী তাঁদের অশালীন ভাবে স্পর্শ করার। সব মিলিয়ে অভিযোগকারিণীর সংখ্যা ১৫-রও বেশি। অভিযোগ দায়ের হতেই পলাতক চৈতন্যানন্দ। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। শেষ পাওয়া লোকেশন অনুযায়ী, তাঁর অবস্থান ছিল আগ্রা।

    চৈতন্যানন্দ ওরফে পার্থসারথীর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রথম হয়েছিল ২০০৯ সালে। সেবার তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ এবং প্রতারণার অভিযোগও উঠেছে। পরে ২০১৬ সালেও এক মহিলা তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিল। এবার ফের অভিযোগ, এবং তা অনেক বড় আকারে। পুলিশ মামলা রুজু করে তদন্তে নেমে পড়েছে। ইতিমধ্যেই তাঁর ভলভো গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, গাড়িতে নকল নম্বর প্লেট লাগানো ছিল।

    আশ্রমের পক্ষে পেশ করা এক বিবৃতিতে বলা হয়েছে ‘স্বামী চৈতন্যানন্দ সরস্বতী, যিনি স্বামী পার্থসারথী নামেও পরিচিত, তিনি এমন কিছু কার্যকলাপে যুক্ত ছিলেন যা বেআইনি, অনুচিত। আর সেই কারণেই পীঠের তরফে তাঁর সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।’

    তদন্ত চলাকালীন ৩২ জন ছাত্রীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। যাঁদের মধ্যে ১৭ জন অভিযুক্তের বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ, অশ্লীল হোয়াটসঅ্যাপ এবং টেক্সট পাঠানোর পাশাপাশি বলপূর্বক শারীরিক হেনস্তার অভিযোগও করেছেন। পুলিশ তদন্ত শুরু করে খতিয়ে দেখেছে সিসিটিভি ফুটেজ। অভিযুক্তের বাড়ি ও অন্যত্র তল্লাশিও করা হয়েছে। একটি হার্ড ডিস্ক ও ভিডিও রেকর্ডারও উদ্ধার করা হয়েছে। যা ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)