সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের ভিলওয়ারা জেলার জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে ১৫ দিনের একটি নবজাতককে। উদ্ধারের সময় শিশুটির মুখ আঠা দিয়ে বন্ধ করা ছিল, মুখের ভিতর ভরা ছিল নুড়িপাথর। এর ফলে সে কাঁদলেও সেই শব্দ দূরে পৌঁছায়নি। কে বা কারা শিশুটিকে এভাবে ফেলে রেখে গেল? এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ভিলওয়ারার মণ্ডলগড় বিধানসভা কেন্দ্রের বিজোলিয়া থানা এলাকায় রয়েছে সীতাকুণ্ড মন্দির। তার পাশেই রয়েছে গভীর জঙ্গল। ওই জঙ্গলে শিশুটিকে দেখতে পান এক পশুপালক। তিনিই শিশুটিকে উদ্ধার করেন। আঠা লাগানো ঠোঁট খুলে মুখের ভিতর থেকে নুড়িপাথর বের করেন তিনি। এরপর পুলিশ খবর দেওয়া হয়। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে তার।
তদন্তকারীদের বক্তব্য, যে বা যারা শিশুটিকে ফেলে গিয়েছিল, তারা ১৫ দিন বয়সি শিশুটিকে খুন করতেই চেয়েছিল। কিন্তু তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় হাসপাতালগুলিতে প্রসূতিদের নামের তালিকা খতিয়ে দেখা হচ্ছে।