• বিজেপি শাসনের ১৪ মাসে ওড়িশায় নারী নির্যাতন ৩৭ হাজারেরও বেশি! জানালেন খোদ মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেডি-র নবীন পট্টনায়েকের হাত ধরে ওড়িশার যে উন্নতি হয়েছিল, গত ১৪ মাসে বিজেপির শাসনে তার দ্বিগুণ অবনতি হয়ে গিয়েছে। এমনই বলছে পরিসংখ্যান। বিজেপি ক্ষমতায় আসার পর ওড়িশায় একের পর এক নারী নিগ্রহ, ধর্ষণের ঘটনায় যোগী রাজ‍্য উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর গদিতে মোহন মাঝি বসার পর ওড়িশায় ২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫-এর ৩১ জুলাই পর্যন্ত মহিলাদের উপর ৩৭,৬১১টি অত‍্যাচারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, যৌন হেনস্তা, জনসমক্ষে বিবস্ত্র করার মতো অভিযোগও রয়েছে।

    সম্প্রতি কংগ্রেস বিধায়ক সোফিয়া ফিরদৌস রাজ্যে নারী নিগ্রহ নিয়ে প্রশ্ন করলে তার জবাবে বিধানসভায় এই খতিয়ান প্রকাশ করেন স্বয়ং মোহনই। এর মধ্যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি (৯,১৮১)। মহিলাদের অপহরণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয় ৮,২২৭টি। পণের দাবি ছাড়াই বধূর উপরে নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয় ৬,১৩৪টি, পণের দাবিতে ৫,৪৬৪টি। এই একই সময়ের মধ্যে ধর্ষণ হয়েছে ২,৯৩৩টি, যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে ১,২৭৮টি। প্রকাশ্যে মহিলাদের বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে ২,১৬১টি। এর মধ্যে দোষী সাব্যস্ত হয়েছে ৭৯৯ জন। ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ৪২৬ জন।

    নাবালিকাদের উপর অত্যাচারের বিচারের জন্য ২৪টি পকসো আদালত আছে বলে জানান ওড়িশার মুখ‍্যমন্ত্রী। এছাড়া নারী নির্যাতন নিয়ে তদন্তের জন্য ২৯ জেলায় বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সরকার। বিপদে পড়লেই মহিলারা ১১২ নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারে। মহিলাদের উপর বড় রকমের অপরাধ সংগঠিত হলে আম পুলিশ সমিতির পাশাপাশি পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারও তদন্ত করবেন বলে চাপের মুখে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন।
  • Link to this news (প্রতিদিন)