ঋণের টাকা শোধ করতে না পারায় হাওড়ায় কিডনি বিক্রির চাপ! ফের মাথাচাড়া দিচ্ছে পাচার চক্র?
প্রতিদিন | ২৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপ লোনের টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রির চাপ! আতঙ্কে ঘরছাড়া মহিলা ও তাঁর পরিবার। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার পুলিশ। এর সঙ্গে কিডনি পাচার চক্রের যোগ নেই তো? জানতে মরিয়া তদন্তকারীরা।
জানা গিয়েছে, অভিযোগকারী মহিলা হাওড়ার জগৎবল্লভপুরের বাসিন্দা। তিনি ব্যবসার জন্য গ্রুপ লোন নিয়েছিলেন। কিন্তু ব্যবসায় লাভের মুখ দেখতে পাননি। স্বাভাবিকভাবেই লোনের টাকা ঠিক মতো ফেরত দিতে পারছিলেন না তিনি। এদিকে ঋণ পরিশোধের জন্য চাপ বাড়তে থাকে। তা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ, পাওনাদারদের মধ্যেই একজন নাকি কিডনি বিক্রি করে টাকা শোধের পরামর্শ দেন।
অভিযোগ, এখানেই থামেননি তিনি। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে কিডনি বিক্রির ব্যবস্থাও করেন দেন। কিন্তু ঋণ শোধে কিডনি বিক্রিতে রাজি ছিলেন না মহিলা। অভিযোগ, সেই কারণে তাঁর বাড়িতে হামলাও চালায় পাওনাদাররা। এরপরই প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ হয় গোটা পরিবার। প্রসঙ্গত, চলতি বছরই রাজ্যে কিডনি পাচার চক্রে হদিশ পায় পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরাও চড়া সুদে লোন দিয়েই দরিদ্রদের ফাঁদে ফেলত বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে ওই চক্রের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।