সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারের অতি ভারী নিম্নচাপের বৃষ্টির জেরে এখনও জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা। আর এই ‘জলবন্দি’ শহরে গায়ে জল লাগতেই মেজাজ তিরিক্ষি পথচারীর! ক্যাব চালককে গাড়ি থেকে নামিয়ে রীতিমতো ‘জুতোপেটা’ করলেন তিনি। ঘটনার সাক্ষী রুবি সংলগ্ল টেগোর পার্ক এলাকা।
প্রতিপদের রাতের টানা বৃষ্টিতে মঙ্গলবার বিপর্যস্ত ছিল শহর ও শহরতলি। কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর জল ছিল। কোথাও ভেঙে পড়েছিল গাছ। কোথায় জলের মধ্যে ছিঁড়ে পড়ে ছিল বিদ্যুতের তার। শিয়ালদহ দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। ব্যাহত হয় মেট্রো পরিষেবাও। মঙ্গলবার সন্ধ্যা থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। কলকাতার অধিকাংশ এলাকার জল নেমেছে। তবে এখনও কিছু এলাকা জলমগ্ন। এসবের মাঝেই বুধবার থেকে স্বাভাবিকের পথে শহর। পথে দেখা মিলছে ক্যাব, বাস, অটোর। এদিন সকালে ক্যাব নিয়ে টেগোর পার্ক এলাকা থেকে যাচ্ছিলেন এক চালক। পাশ থেকে জল পেরিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি।
জানা গিয়েছে, গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির গায়ে জল লাগে। তাতেই খেপে যান পথচারী। অভিযোগ, তিনি ক্যাব চালককে টেনে হিঁচড়ে নামান। ভরা রাস্তায় তাঁকে রীতিমতো জুতোপেটা শুরু করেন পথচারী। গোটা ঘটনায় রীতিমতো স্তম্ভিত ক্যাবচালক। আশপাশের লোকজনও বিষয়টা বুঝে উঠতে পারেননি। ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তবে এই ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।