• পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই! বড়সড় স্বস্তির কথা শোনাল হাওয়া অফিস
    প্রতিদিন | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোতে ভারী বৃষ্টি নয়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বড় স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছিল কলকাতা ও শহরতলিতে। কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ জায়গা জলমগ্ন হয়ে যায়। গতকাল, মঙ্গলবার রাতে শহরের বেশিরভাগ জায়গাতেই জল নেমে যায়। এদিন সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে মহানগর। তবে এই ভারী বৃষ্টির পরেই প্রশ্ন উঠেছে, পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? উৎসবের দিনে কি ভাসবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা? বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার কথা ছিল। সেই নিম্নচাপ কি শারদপার্বণে খেল দেখাবে?

    এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে বড় বার্তা দেওয়া হল। জানানো হয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, সেটির অভিমুখ উত্তর ওড়িশার দিকে থাকবে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের দিকে দুর্যোগ ঘনিয়ে না আসার সম্ভাবনাই থাকছে। তবে মায়ানমার থেকে একটি ঘূর্ণাবর্ত বাংলার দিকে সরে আসছে। সেটি ক্রমশ নিম্নচাপে পরিণত হতে পারে। পুজোর মুখে ফের দুশ্চিন্তা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। এমনই মনে করছে হাওয়া অফিস।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি এখনও একই জায়গায় অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় সেটি ওই একই জায়গায় থাকবে। এরপর সেটি ধীরে ধীরে শক্তি হারাবে। আগামী ২৫ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। ২৬ সেপ্টেম্বর সেটি সক্রিয় হতে পারে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সেটি অবস্থান করছে। ২৭ তারিখ দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে সেটির প্রবেশ করার সম্ভাবনা থাকছে। তবে এর প্রভাবে বঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

    আগামী চার-পাঁচদিন বিক্ষিপ্তভাবে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানানো হয়েছে। তবে বঙ্গোপসাগরের উপকূল এলাকাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা জারি থাকছে। আজ, বুধবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৫ কিমি হওয়ার কথা জানানো হয়েছে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)