পহেলগামে জঙ্গি হামলার ঘটনার তদন্তে সাফল্য পেল জম্মু-কাশ্মীরের পুলিশ। ওই জঙ্গিদের সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক জনকে। বুধবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর।
চলতি বছরে ২২ এপ্রিল পহেলগামে হামলায় জঙ্গিরা। তাতে মৃত্যু হয় ২৬ জনের। ওই জঙ্গিদের সাহায্য করার অভিযোগ ওঠে এলাকার কয়েক জনের বিরুদ্ধে।
জানা গিয়েছে, এ দিন গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ কাটারিয়াকে। ওই ব্যক্তি পহেলগাম হামলায় সময় জঙ্গিদের মদত করেছিল বলে অভিযোগ।
সূত্রের খবর, জুলাই মাসে চলা অপারেশন মহাদেব-এর সময়ে অস্ত্র এবং অন্যান্য জিনিস উদ্ধার হয়। সেই সমস্ত জিনিসের ফরেনসিক পরীক্ষার পরেই মহম্মদ কাটারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত ব্যক্তির সঙ্গে লস্কর-ই-তৈবার যোগাযোগ আছে বলেও দাবি পুলিশের। ওই ব্যক্তি পহেলগামে হামলাকারীদের ‘লজিস্টিক্যাল সাপোর্ট’ দিয়েছিল বলেও পুলিশ জানিয়েছে বলে দাবি করা হয়েছে একাধিক সংবাদ মাধ্যমের খবরে।
বিস্তারিত আসছে...