• পুজোর মুখে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ১৩ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের অনুমোদন
    এই সময় | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • টেটের ফল প্রকাশের দিনই প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ১৩ হাজারের বেশি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ছাড়পত্র। পুজোর মুখেই সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। ১৩ হাজার ৪২১টি পদে শিক্ষক নিয়োগে শিক্ষাদপ্তরকে অনুমোদন দিল অর্থদপ্তর।

    সূত্রের খবর, অর্থদপ্তরের অনুমোদন আসার পরেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব তাড়াতাড়ি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। নিঃসন্দেহে অর্থদপ্তরের এই অনুমোদনের জেরে চাকরিপ্রার্থীদের বড় সুযোগ মিলতে চলেছে।

    কারা সুযোগ পাবেন?

    রাজ্যের ২৩টি জেলার প্রাথমিক বিদ্যালয়ের জন্য এই শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলগুলির আওতাধীন স্কুলগুলির জন্য এই নিয়োগ হবে। ২০২৩ সালে যাঁরা টেট দিয়েছেন, অর্থাৎ আজ যাঁদের ফল প্রকাশ হলো, তাঁরাও সুযোগ পাবেন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার।

  • Link to this news (এই সময়)