• এক বছর নয়, এ বার থেকে মেট্রোর স্মার্টকার্ডের মেয়াদ বেড়ে হল ১০ বছর! পুজোর আগে হল সস্তাও
    আনন্দবাজার | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর আগে যাত্রীদের জন্য স্মার্টকার্ড নিয়ে একাধিক ঘোষণা করল কলকাতা মেট্রো। স্মার্টকার্ডের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এক ধাক্কায় কার্ডের মেয়াদ ১০ বছর করলেন কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, কার্ডের দামও কমিয়েছেন তাঁরা।

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বার থেকে স্মার্ট কার্ড রিচার্জ করলে, তার মেয়াদ হবে ১০ বছর। অর্থাৎ, মেট্রোয় যাতায়াত না-করলেও কার্ডে রিচার্জ করা টাকা ১০ বছর থেকে যাবে। আগে এর মেয়াদ ছিল এক বছর। তার মধ্যে নতুন করে রিচার্জ না-করলে যাত্রীদের কার্ডে থাকা টাকা নষ্ট হয়ে যেত। এই নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষও ছিল। যাত্রীদের একাংশের দাবি, টিকিট কাউন্টারের ভিড় এড়াতেই স্মার্টকার্ড বানানো। কিন্তু অনেকেই রোজ সেই কার্ড ব্যবহার করেন না। মাঝেমধ্যে মেট্রোয় যাতায়াত করেন। কার্ড কেনা বা রিচার্জ করার পর টাকা শেষ না-হওয়ায় এক বছর আর রিচার্জ করান না। মেট্রোর দাবি, সেই সব কথা মাথায় রেখেই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকেই স্মার্টকার্ডের মেয়াদ বৃদ্ধির সুবিধা পাবেন যাত্রীরা। অনেকের প্রশ্ন, এই সুবিধা পেতে কি আবার নতুন করে কার্ড কিনতে হবে? মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাঁদের কার্ড আগে থেকেই রয়েছে, তাঁরাও এই সুবিধা পাবেন। ওই কার্ডে বৃহস্পতিবার বা তার পরে রিচার্জ করলেই তার মেয়াদ ১০ বছর থাকবে।

    আকাশের দুর্যোগ থামলেও মেট্রোয় দুর্ভোগ কাটল না! ‘স্বাভাবিক’ পরিষেবাতেও রাতের যাত্রীরা স্টেশনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ
    শুধু মেয়াদ বৃদ্ধি নয়, স্মার্টকার্ড সস্তাও হচ্ছে। বৃহস্পতিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। আগে যে স্মার্ট কার্ড ১৫০ টাকা দিয়ে কিনতেন মেট্রোযাত্রীরা, নতুন নিয়মে তার দাম কমে হবে ১০০ টাকা। এর মধ্যে ৫০ টাকা কার্ডের ডিপোজিট মানি বা জমা মূল্য। আগে এই মূল্য ছিল ৮০ টাকা। বাকি যে টাকা যাত্রীদের যাতায়াতের ব্যবহারের জন্য থাকত, তার পরিমাণ কমছে। আগে ১৫০ টাকার কার্ড কিনে ৭৭ টাকার ব্যবহার মূল্য পেতেন যাত্রীরা। নতুন দামে কেনা স্মার্ট কার্ডে এই ব্যবহারমূল্য কমে হচ্ছে ৫২ টাকা।
  • Link to this news (আনন্দবাজার)