• মেট্রোয় স্মার্ট কার্ড ব্যবহার করেন? দারুণ সব ঘোষণা পুজোর শুরুতেই
    এই সময় | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর আগে উপহার কলকাতা মেট্রোর। দাম কমল স্মার্ট কার্ডের। শুধু তাই নয়, স্মার্ট কার্ডের মেয়াদও বাড়ানো হলো। এতদিন একটি কার্ডের মেয়াদ ১ বছর ছিল, এ বার থেকে তা ১০ বছর করা হলো। ২৫ সেপ্টেম্বর থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। চলতি মাসে প্রায় ৫০ হাজারের বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। সেই কার্ডে নতুন নিয়ম চালু হলে আরও বেশি করে মানুষ স্মার্ট কার্ডের দিকে ঝুঁকবেন বলেই মনে করছেন কর্তৃপক্ষ।

    ১. স্মার্ট কার্ড কিনলে এতদিন ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজ়িট ছিল ৮০ টাকা। এ বার তা কমে দাঁড়াল ৫০ টাকা

    ২. স্মার্ট কার্ড কেনার ন্যূনতম খরচও কমছে। আগে ‘মিনিমাম ইস্যু প্রাইস’ ছিল ১৫০ টাকা, এ বার তা ১০০ টাকা হলো

    ৩. স্মার্ট কার্ডের ভ্যালিডিটি ১ বছর থেকে বেড়ে ১০ বছর হলো

    ৪. যাঁদের পুরোনো কার্ড রয়েছে, তাঁরাও ১০ বছরের ভ্যালিডিটি পাবেন। পরের বার রিচার্জ করার সঙ্গে সঙ্গেই ভ্যালিডিটি পিরিয়ড বেড়ে যাবে

    ৫. নতুন যে কার্ড ইস্যু করা হবে, প্রথম সোয়্যাপ থেকে তার ভ্যালিডিটি হবে, ইস্যু ডেট থেকে নয়

    ৬. ৫ শতাংশ বোনাসের সুবিধা থাকবে আগের মতোই

  • Link to this news (এই সময়)