‘ভোট চুরি, চাকরি চুরি আর বেশিদিন বরদাস্ত করবে না যুবসমাজ’, রাহুলের নিশানায় মোদি সরকার...
আজকাল | ২৫ সেপ্টেম্বর ২০২৫
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: বেকারি ইস্যুতে ফের সোচ্চার হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার তিনি মোদি সরকারকে তীব্র আক্রমণ করে অভিযোগ করেছেন, বেকারত্ব ও ভোট কারচুপির জাঁতাকলে দেশজুড়ে যুবসমাজ হতাশার অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। রাহুল এক্স পোস্টে দাবি করেছেন, দেশের তরুণদের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব এবং সেটি সরাসরি ভোট চুরির সঙ্গে যুক্ত। তাঁর কথায়, দেশে যতদিন ভোট চুরি চলতে থাকবে, ততদিন বেকারি ও দুর্নীতি বাড়বে। কিন্তু, দেশের যুবসমাজ আর বেশিদিন ধরে চাকরি চুরি ও ভোটচুরি বরদাস্ত করবে না। রাহুলের অভিযোগ, বিজেপি ভোট কারচুপি করে ও প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণে থেকে ক্ষমতায় টিকে আছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নয়। এর ফলে দেশে গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব দেখা দিয়েছে। মঙ্গলবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দীর্ঘ এক্স পোস্টে লেখেন, দেশে যুবদের সবচেয়ে বড় সমস্যা বেকারি। আর এর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে ভোট চুরির। রাহুল বলেছেন, যখন কোনও সরকার জনগণের বিশ্বাস জিতে ক্ষমতায় আসে, তখন তার প্রথম কর্তব্য হল যুবদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু, বিজেপি তো আসলে সৎভাবে ভোটেই জেতেনি। ওরা ক্ষমতায় টিকে যাচ্ছে ভোট চুরি করে। ওরা এভাবেই সরকার দখল করে চলেছে। রাহুলের দাবি, আর সেই কারণে দেশে ৪৫ বছরের মধ্যে বেকারি সবার উপরে। চাকরি হারাচ্ছেন অনেকে, নিয়োগ প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে। যুবদের ভবিষ্যত আজ অন্ধকারে। এই কারণেই প্রতিটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং প্রতিটি নিয়োগের পিছনে রয়েছে একটি করে বড় দুর্নীতি চক্র।
লোকসভার বিরোধী দলনেতার বক্তব্য, দেশের যুবকরা পরিশ্রম করে এবং স্বপ্ন দেখে। তাদের ভবিষ্যৎ এর জন্য লড়াই করে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র তাঁর প্রচার নিয়েই ব্যস্ত। দেশে চাকরি কমছে, নিয়োগ প্রক্রিয়া ভেঙে পড়েছে এবং যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, শাসকদল শিল্পপতি ও ধনকুবেরদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, অথচ দেশের যুবকদের স্বপ্ন ভেঙে চূর্ণ করছে। তাঁর বক্তব্য, এবার পরিস্থিতির বদল হচ্ছে। দেশের যুবসমাজ বুঝে গিয়েছে শুধু একটি চাকরি জোগাড় করাই মূল লড়াই নয়। লড়াই করতে হবে ভোটচুরির সঙ্গেও। কেননা যতদিন নির্বাচন চুরি হতে থাকবে, ততদিন বেকারি ও দুর্নীতি ক্রমশ বেড়ে চলবে। তাই দেশপ্রেমের অর্থ এখন বেকারি ও ভোটচোরদের হাত থেকে দেশকে মুক্ত করা। এক্স পোস্টে রাহুল দুটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে চাকরিপ্রার্থী যুবকদের উপর পুলিশ লাঠিচার্জ করছে। এবং আরেকটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চারাগাছ পুঁতছেন, ময়ূরকে খাওয়াচ্ছেন ও যোগব্যায়াম করছেন!