• লোকগীতি শিল্পী সরোজ সরগম গ্রেপ্তার! দেবী দুর্গার প্রতি ‘অবমাননাকর’ গানের অভিযোগে তীব্র চাঞ্চল্য...
    আজকাল | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দেবী দুর্গার প্রতি ‘অবমাননাকর’ মন্তব্যপূর্ণ একটি গান ইউটিউবে আপলোড করায় গ্রেপ্তার হলেন লোকগীতি শিল্পী সরোজ সরগম ও তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার গড়ওয়া গ্রামে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর সরগম তাঁর ইউটিউব চ্যানেলে ওই গানটি পোস্ট করেন। গানের বিষয়বস্তু ছড়িয়ে পড়তেই হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ছড়ায়। ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন।

    মাদিহান থানার সাব-ইন্সপেক্টর সন্তোষ কুমার রাইয়ের অভিযোগের ভিত্তিতে ওই দিনই একটি এফআইআর দায়ের করা হয়। এই ঘটনায় তদন্তে নামে জেলার সাইবার ও নজরদারি টিম। জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) সোমেন বর্মা এক ভিডিও বিবৃতিতে জানান, ‘‘ভাইরাল হওয়া ভিডিওটি খতিয়ে দেখেই ১৯ তারিখ এফআইআর রেজিস্টার করা হয়। তদন্তে সরোজ সরগম ও তাঁর স্বামী রাম মিলন বিন্দ-এর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’’

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সরোজের স্বামী এই ভিডিওটির প্রযোজক ও পরিচালক ছিলেন। ঘটনার জেরে মঙ্গলবার সরোজ সরগম ও তাঁর স্বামী রাম মিলন বিন্দ দু’জনকেই গ্রেপ্তার করা হয়।

    এসএসপি আরও জানান, সরগম অবৈধভাবে প্রায় ১৫ বিঘা বনভূমি দখল করে রেখেছিলেন। পুলিশ ও বন দপ্তরের যৌথ অভিযানে সেই জমি মুক্ত করা হয়েছে। পাশাপাশি এ নিয়েও পৃথক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

    এই ঘটনার পর সরগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ধর্মীয় নেতারা। জুনা আখড়ার সাধু ও বদ্রীনাথ মন্দিরের মহন্ত যোগানন্দ গিরি কড়া ভাষায় বলেন, অবিলম্বে শিল্পীর গ্রেপ্তার না হলে সাধুরা পথে নামবেন।

    পুলিশ জানিয়েছে, সরগমের ইউটিউব চ্যানেলে প্রায় ৬০ হাজার সাবস্ক্রাইবার রয়েছেন। এখনও পর্যন্ত ৩৫ থেকে ৪০টি ভিডিও আপলোড করেছেন তিনি। বর্তমানে সেই ইউটিউব চ্যানেলও তদন্তের আওতায় আনা হয়েছে।

     
  • Link to this news (আজকাল)