• পুজোর আগে কলকাতা মেট্রোয় সুখবর, সস্তা হল মেট্রো কার্ড
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগেই যাত্রীদের সুখবর শোনাল কলকাতা মেট্রো। একেবারে জোড়া ধামাকা মেট্রোয় সফরকারীদের জন্য। একদিকে দাম কমল স্মার্ট কার্ডের। অন্যদিকে, বাড়ানো হল মেয়াদও।নতুন স্মার্ট কার্ডের দাম এতদিন ছিল ১৫০ টাকা। তা এখন থেকে কমে হচ্ছে ১০০ টাকা। এর সঙ্গে কমছে সিকিউরিটি ডিপোজিটের খরচও। আগে মেট্রো কর্তৃপক্ষ   সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা রাখত ৮০ টাকা, তা কমে হচ্ছে ৫০ টাকা। পাশাপাশি বাড়ানো হচ্ছে কার্ডের ভ্যালিডিটিও। এতদিন পর্যন্ত কার্ডের ভ্যালিডিটি থাকত এক বছর, বর্তমানে তা বেড়ে করা হল ১০ বছর। এই মুহূর্তে যাদের কার্ড রয়েছে তাদের ক্ষেত্রেও বাড়বে কার্ডের সময়সীমা। ফলে স্মার্টকার্ডধারী মেট্রো যাত্রীরা যে ব্যাপকভাবে লাভবান হবে তা নিঃসন্দেহে বলাই যায়।
  • Link to this news (বর্তমান)