• টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল বারাসত শহর
    দৈনিক স্টেটসম্যান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ফলাফল প্রকাশের আগের দিন থেকেই টেটে নিয়োগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল বারাসত। বুধবার ২০২৩ সালের প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও তার আগেই ২০২২ সালের টেট উত্তীর্ণরা পথে নামলেন। তাঁদের অভিযোগ, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে দেরি করছে রাজ্য সরকার। সেই ক্ষোভেই এদিন বারাসত স্টেশন থেকে মিছিল করে যশোর রোড অবরোধ করেন চাকরিপ্রার্থীরা।

    প্রায় এক ঘণ্টা ধরে ওই রাস্তায় অবস্থান-বিক্ষোভ চলায় যানজটে কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা বারাসত। ঘটনাচক্রে এই সময়েই ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তাঁদের গাড়ি আটকে সরব হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। প্রায় ২০-২৫ মিনিট ধরে দুই জনপ্রতিনিধির গাড়িকে ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানান তাঁরা।

    টেট উত্তীর্ণদের দাবি স্পষ্ট, ‘শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কয়েক সপ্তাহ আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। অথচ ঘোষণার ১৫ দিন কেটে গেলেও কোনও অগ্রগতি হয়নি। আমরা আর অপেক্ষা করতে পারছি না। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।’

    বিক্ষোভের জেরে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। অবরোধ সরাতে পুলিশের বারবার অনুরোধে শেষ পর্যন্ত অবস্থান তুলে নেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা। তবে এখানেই শেষ নয়, তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

    এদিকে, বুধবারই প্রকাশিত হতে চলেছে ২০২৩ সালের টেট পরীক্ষার ফল। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, বিকেল ৪টার পর থেকে অনলাইনে রোল নম্বর দিয়ে ফলাফল জানা যাবে। এসএমএস বা ই-মেলের মাধ্যমেও পরীক্ষার্থীরা ফলাফলের খবর পেতে পারেন।

    গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত এই টেট পরীক্ষায় প্রায় তিন লক্ষাধিক প্রার্থী অংশ নিয়েছিলেন। ওবিসি সংরক্ষণ ঘিরে আইনি জটিলতার কারণে এতদিন ফলপ্রকাশ বিলম্বিত হয়েছিল। জটিলতা কাটায় অবশেষে দুর্গাপুজোর প্রাক মুহূর্তে ফল ঘোষণা করা হচ্ছে।

    একদিকে নতুন পরীক্ষার্থীদের মুখে হাসি ফোটার অপেক্ষা, অন্যদিকে পুরনো উত্তীর্ণদের হতাশা— এই দুই ছবিই বুধবার বারাসতে সমানভাবে ধরা পড়ল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)