সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে বড় সুখবর রেল কর্মচারীদের জন্য। বুধবার তাঁদের জন্য ৭৮ দিনের বেতন ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ হিসেবে মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত বছরও রেলকর্মীরা ৭৮ দিনের বেতনই বোনাস হিসাবে পেয়েছিলেন। রেলের ১০.০৯ লক্ষ নন গেজেটেড কর্মী এই বোনাস পাবেন।
বুধবার রেল মন্ত্রকের তরফে বলা হয়েছে, রেলকর্মীদের অসাধারণ কর্মক্ষমতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের ৭৮ দিনের বোনাস অনুমোদন করেছেন। তাঁরই সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ১০,৯১,১৪৬ রেল কর্মচারীকে ১৮৬৫.৬৮ কোটি টাকায় ৭৮ দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (পিএলবি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ৭৮ দিনের বোনাসের সর্বাধিক সীমা হল ১৭ হাজার ৯৫১ টাকা। গত বছরও এই একই পরিমাণ বোনাস দিয়েছিল কেন্দ্র। গত বছর প্রায় ১১ লক্ষ কর্মী উপকৃত হয়েছিলেন। এবার সংখ্যাটা খানিকটা কমেছে।
কেন্দ্রের এই ঘোষণায় লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, রেললাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারী, সুপারভাইজার, পয়েন্টসম্যান, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, রেল মন্ত্রকের কর্মী এবং অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মচারীরা উপকৃত হবেন। তবে আরপিএসএফ এবং আরপিএফ কর্মীরা তা পাবেন না। সব কর্মীকে বোনাস দিতে রেল মন্ত্রকের মোট ১৮৬৫.৬৮ কোটি টাকা খরচ হবে। রেলমন্ত্রক বলছে, কর্মচারীদের উজ্জীবিত করার লক্ষ্যেই এই বোনাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
তাছাড়া উৎসবের মরশুমে রেলকর্মীদের এই বোনাসে একদিকে কর্মীরা যেমন উপকৃত হবেন, তেমনই তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে। যা দেশের বাজারে চাহিদা বাড়াবে। সদ্য জিএসটির নতুন হারও ঘোষণা করেছে রেলমন্ত্রক। তাতে জিনিসপত্রের দাম কমার কথা। এবার রেলকর্মীদের বোনাসের ফলে বাজারে চাহিদা আরও বাড়তে পারে।