দক্ষিণ কলকাতার পুজো উদ্বোধন বাতিল অমিত শাহর! কারণ নিয়ে খোঁচা কুণালের
প্রতিদিন | ২৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে ছিল তিন। একটি বাদ, রইল বাকি দুই। এবছর দুর্গাপুজো উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তালিকা থেকে বাদ গেল একটি। চতুর্থীতে দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজো উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু তা বুধবারই তা বাতিল করা হয়েছে। সেই খবর নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে খোঁচা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কটাক্ষ, ‘লোকজন হবে না, তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন।’
বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সঙ্গে কোনও না কোনওভাবে নিজেদের জড়াতে চায় কেন্দ্রের শাসকদল। এমনকী দিল্লি থেকে ছুটে এসে দুর্গাপুজোর উদ্বোধন করতেও কসুর করেন না নেতারা। আগে বাংলার দুর্গাপুজোর ভারচুয়ালি সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নানা সময়ে দিল্লি থেকে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক পুজোর দ্বারোদ্ঘাটন করে গিয়েছেন। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। চতুর্থীতে কলকাতায় এসে তিনটি পুজোর উদ্বোধন করার কথা ছিল ? লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সল্টলেকের ইজেডসিসি-র পুজো এবং দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজো। কিন্তু শেষ মুহূর্তে সেবক সংঘের পুজোয় শাহর সূচি বাতিল হয়েছে বলে খবর। নতুন খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কলকাতা আসবেন অমিত শাহ। শুক্রবার দু’টি পুজোর উদ্বোধন, একটি উত্তর আরেকটা দক্ষিণ কলকাতার। ইজেডসিসি-র পুজোতে নাও যেতে পারেন তিনি। কোনও হোটেলে বিজেপির কয়েকজন নেতার সঙ্গে বৈঠক সেরে দিল্লি ফিরে যাওয়ার কথা বিকেল চারটের মধ্যে।
এনিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ব্যাখ্যা, ‘লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। ৮৭ নম্বর ওয়ার্ডে সেবক সংঘে চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনও ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। নেবুতলা পার্ক ও সল্টলেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হল, আদি বিজেপি নেতাদের কোনো পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই।’