ডাক্তার হতে চাই না, নিটে ৯৯.৯৯ পারসেন্টাইল পেয়েও আত্মঘাতী ছাত্র
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
মুম্বই: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্দান্ত রেজাল্ট। নামী কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। মঙ্গলবার ঘর থেকে উদ্ধার হল এমনই এক মেধাবী পড়ুয়ার নিথর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী হয়েছেন তিনি। সুইসাইড নোটে লিখে গিয়েছেন, ‘আমি ডাক্তার হতে চাই না।’ ঘটনা মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার। নিহত অনুরাগ অনিল বোরকারের বয়স মাত্র ১৯। চলতি বছরেই তিনি নিটে বসেছিলেন। ৯৯.৯৯ পারসেন্টাইল পেয়ে উত্তীর্ণও হয়েছেন। সর্বভারতীয় র্যাঙ্ক হয়েছে ১৪৭৫ (ওবিসি)। গোরক্ষপুরের এক নামী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন অনিল। সেখানেই ভর্তি হতে যাওয়ার দিন ঘর থেকে উদ্ধার হল অনিলের দেহ। এদিন সকালে পরিবারের লোকজন তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ জানিয়েছে, নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। সুইসাইড নোটের বয়ান অনুযায়ী, অনিল ডাক্তার হতে চাননি। অথচ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় এমন চমৎকার রেজাল্ট করেন। পুলিশের অনুমান, পরিবারের তরফে ডাক্তারি পড়তে জোর করা হয় অনিলকে। কিন্তু নিজের মনের বিরুদ্ধে গিয়ে মেডিকেল কলেজে ভর্তি চাননি। তাই এমন চরম সিদ্ধান্ত। অনিলের দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।