সীতাপুর: উত্তরপ্রদেশে শিক্ষা অফিসারের দফতরে তুলকালাম। সেখানকার এক আধিকারিককে কোমরের বেল্ট খুলে পেটালেন প্রধান শিক্ষক। সীতাপুর জেলার মাহমুদাবাদ ব্লকের একটি প্রাথমিক স্কুলের ওই প্রধান শিক্ষকের নাম বীজেন্দ্র কুমার ভার্মা। তাঁর এই অপকীর্তির ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে।
ঘটনার সূত্রপাত স্কুলের এক শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে। এই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা দফতরে ডেকে পাঠিয়েছিলেন শিক্ষা আধিকারিক অখিলেশ প্রতাপ সিং। সেইমতো হাজিরা দেন বীজেন্দ্র। তাঁর জবাবে সন্তুষ্ট হতে পারেননি শিক্ষা আধিকারিক। আর তাতেই মেজাজ হারিয়ে রণমূর্তি ধরেন বীজেন্দ্র। অফিসারের টেবিল থেকে ফাইল ছুড়ে ফেলে দেন। এরপর নিজের কোমরের বেল্ট খুলে আধিকারিকের উপর চড়াও হন। ভিডিওতে শিক্ষককে একাধিকবার বেল্ট খুলে মারতে দেখা গিয়েছে। অখিলেশ প্রতাপ বলেন, যথাযথ উত্তর দিতে ব্যর্থ হওয়ায় চটে যান অভিযুক্ত শিক্ষক। এরপর তিনি বেল্ট খুলে আমাকে মারেন। এমনকী খুনের হুমকিও দেন। পরে অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।