• জুবিনের মৃত্যুর তদন্ত: সিট গঠনের নির্দেশ হিমন্তের
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • গুয়াহাটি: গায়ক জুবিন গর্গের মৃত্যু কীভাবে হল, তা তদন্তের জন্য এবার পুলিশকে সিট গঠনের নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বুধবার তিনি অসম পুলিশের ডিজিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সমুদ্রে সাঁতার কাটার সময় সময় মৃত্যু হয় জুবিনের। নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে গান গাওয়ার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। জুবিনের মৃত্যুর পর ওই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে অসমের বিভিন্ন প্রান্তে ৬০টির বেশি এফআইআর দায়ের হয়েছে। সেই সব অভিযোগের তদন্ত করছে অসম পুলিশের সিআইডি। এদিন এক্স হ্যান্ডলে হিমন্ত লেখেন, ‘সকলের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুর জন্য দায়ী কাউকে আমরা রেহাই দেব না। আজ অসম পুলিশের ডিজি ও এডিজির সঙ্গে বৈঠক করেছি। পুলিশের সেরা আধিকারিকদের নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছি।’ তিনি আরও জানিয়ছেন, জুবিনের ভিসেরার নমুনা পরীক্ষার জন্য দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। মঙ্গলবারই জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার আগে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়। 

    এদিকে, বুধবারই নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মুখ্য আয়োজক শ্যামকানু মহন্তকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে অসম সরকার। শ্যামকানু অসমে কোনও অনুষ্ঠান বা উত্সবের আয়োজন করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই ব্যক্তি পরোক্ষভাবেও কোনও অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে, সেই অনুষ্ঠান সরকারি কোনও সাহায্য পাবে না। কেন্দ্রীয় সরকারও যাতে শ্যামকানুকে কোনও আর্থিক সহায়তা না করে, তার জন্যও আবেদন করেছেন হিমন্ত।
  • Link to this news (বর্তমান)