• ঝাড়খণ্ডে খতম ৩ মাওবাদী, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৭১ জনের
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: মাওবাদীদের বিরুদ্ধে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে বড়সড় সাফল্য মিলল। বুধবার সকালে ঝাড়খণ্ডের গুমলা জেলায় নিকেশ হয়েছে তিন মাওবাদী। আর ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে ৭১ জন মাওবাদী। এদের মধ্যে ৩০ জনের মাথার মোট দাম ছিল ৬৪ লক্ষ টাকা। বুধবার সাত সকালে ঝাড়খণ্ডের বিষ্ণপুর থানার অন্তর্গত কেচকী গ্রামের জঙ্গলে নিষিদ্ধ মাওবাদী সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের (জেজেএমপি) সঙ্গে পুলিশের গুলির লড়াই শুরু হয়। তাতে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশনস) মিখাইল রাজ বলেন, ‘জেজেএমপি-র তিন সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার হয়েছে।’ সেখানে এখনও তল্লাশি অভিযান চলছে বলে পুলিস জানিয়েছে।

    বুধবারই ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় আত্মসমর্পণ করেছে ৭১ জন মাওবাদী। এদের মধ্যে রয়েছে ২১ জন মহিলা, ১৭ বছরের এক যুবক 

    এবং ২ নাবালিকা। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই বলেন, ‘মাওবাদীদের সংকীর্ণ মতাদর্শে হতাশ হয়ে এরা আত্মসমর্পণ করেছে।’ আর মাওবাদীরা জানিয়েছে, সরকারের পুনর্বাসন প্যাকেজে অনুপ্রাণিত হয়েই তাদের এই আত্মসমর্পণ। 
  • Link to this news (বর্তমান)